×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০১-৩১
  • ৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বোল্টের কাছে অসহায় ভারত
স্পোর্ট ডেস্ক:- পাঁচ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। তাই চতুর্থ ম্যাচে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বিশ্রাম দেয়া হয়েছিল। তবে সময়ের সেরা এই ক্রিকেটারকে ছাড়া মাঠে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে অসহায় হয়ে পড়েছে ভারত। মাত্র ৫৫ রানের মধ্যে দলটির ৮ উইকেটের পতন ঘটেছে। যার পাঁচটি নিয়েছেন ট্রেন্ট বোল্ট একাই। দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ভালো শুরুরই আভাস দিচ্ছিলেন। তবে ২১ রানে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে যান ধাওয়ান। এরপর মাত্র ১৯ রানের মধ্যে বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোম একে একে তুলে নেন আরও ছয়টি উইকেট। আউট হওয়া সাত ব্যাটসম্যানের মধ্যে কেবল শিখর ধাওয়ান (১৩) দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। অষ্টম উইকেটে বিপর্যয় কাটিয়ে সম্মানজনক স্কোর গড়ার চেষ্টা করছিলেন হার্দিক পান্ডে ও কুলদীপ যাদব। তবে সেই প্রচেষ্টা সফল হয়নি। দলীয় ৫৫ রানে পান্ডেকেও সাজঘরে পাঠান বোল্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat