- প্রকাশিত : ২০১৯-০২-০২
- ৪৯৬ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
‘উন্নয়নের ছোঁয়ায় মহাসড়কের পাশে আর কোনো জায়গা খালি থাকবে না’
নিউজ ডেস্ক:– ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চৌদ্দগ্রামের পুরো এলাকায় শিল্পাঞ্চল গড়ে উঠবে। আওয়ামী লীগের উন্নয়নের ছোঁয়ায় মহাসড়কের পাশে আর কোনো জায়গা খালি থাকবে না-এমন দাবি করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রামের বর্তমান এমপি মুজিবুল হক।
তিনি আরও বলেন, ‘আগামী পাঁচ বছর নতুন নতুন উন্নয়ন করবো। এতে করে চৌদ্দগ্রাম উন্নয়নের দিক দিয়ে আরও অনেক দূর এগিয়ে যাবে।’ শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার বাজার সংলগ্ন কেআর ফিলিং এন্ড এলপিজি ষ্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুর রশিদ চেয়ারম্যানের সভাপতিত্বে ও জাপা নেতা মনিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি এয়ার আহমেদ সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, কাজী জাফর আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আবুল কাশেম চেয়ারম্যান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা সামছুল আলম মজুমদার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, জয়নাল আবেদীন খোরশেদ, পৌরসভার কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম কামাল, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..