×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০২-০৩
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাদুরোর সমর্থনে সমাবেশ
আন্তর্জতিক ডেস্ক:- বিরোধীদের বিক্ষোভের মধ্যেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থনে শনিবার ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট ও সমাজতান্ত্রিক নেতা হুগো শাভেজ এর ক্ষমতাগ্রহণের দুই দশক পূর্তি উপলক্ষে মাদুরো সমর্থকরা এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে মাদুরো বলেছেন, তিনিই দেশের একমাত্র বৈধ প্রেসিডেন্ট। বিক্ষোভে অব্যাহত রেখেছেন দেশটির স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদাদোর সমর্থকরাও। একইদিনে হাজারো সমর্থকের উদ্দেশ্যে গুয়াইদাদো বলেন, স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। গুয়াইদাদো দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান। তিনি বলেন, প্রেসিডেন্ট যদি বৈধতার সংকটে ভোগে তবে সংবিধান তাঁকে ক্ষমতাগ্রহণের সুযোগ দিয়েছে। অপরদিকে মাদুরো সমাবেশ থেকে আন্তর্জাতিক গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম সরকার সমর্থকদের সংবাদ প্রচার করছে না। মাদুরো সমর্থকরা এমন এক সময়ে রাস্তায় নামলেন যার একদিন আগেই ইউরোপীয় ইউনিয়ন একটি গ্রহণযোগ্য প্রেসিডেন্ট নির্বাচনের আহ্বান জানায়। অন্যথায় ইইউ বিরোধী নেতা গুয়াইদাদোকে সমর্থন করবেন বলে হুমকি দেয়। এখন মাদুরোর ক্ষমতায় থাকা নির্ভর করছে দেশটির সেনাবাহিনীর অবস্থানের উপর। সরকারপন্থি বিক্ষোভে অবশ্য সামরিক পোশাকে বেশ কিছু লোককে অংশ নিতে দেখা গেছে। তবে এই বিক্ষোভের আগে বিমান বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা ভিডিও বার্তার মাধ্যমে গুয়াইদাদোর পক্ষে সমর্থন ব্যক্ত করেন। জেনারেল ফ্রান্সিসকো ইয়ানেজ নামের ওই কর্মকর্তা প্রতিরক্ষা বাহিনীর অন্য সদস্যদেরও বিরোধীদের সমর্থন আহ্বান জানান। তবে এই ভিডিওটি কখন কোথায় ধারণ করা হয়েছে তা নিশ্চিত নয়। মাদুরো গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে পেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। বিতর্কিত সেই নির্বাচনকালে বিরোধী অনেক নেতাকে জেলে রাখা হয়। তাই বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এসব ওই নির্বাচন বর্জন করে। এ অবস্থায় বিক্ষোভে বিরোধী নেতা গুয়াইদাদো যুক্তরাষ্ট্র ও ল্যাটিন আমেরিকার বেশ কয়েকটি দেশের সমর্থন পাচ্ছেন। অপরদিকে মাদুরো চীন ও রাশিয়ার সমর্থন পাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat