- প্রকাশিত : ২০১৯-০২-০৪
- ৪৪২ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
বসন্তের সাজগোজ
লাইফস্টাইল ডেক্স:- আপাতত আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মোটামুটি সামনের সপ্তাহেই জাঁকিয়ে বসতে চলেছে বসন্ত। কখনও ভেবে দেখেছেন, শীতের চেয়ে আমাদের দেশে বসন্ত আরও বেশি ক্ষণস্থায়ী হয়? এসে পড়তে না পড়তেই ঝপ করে শেষ হয়ে যায়? তাই এই ক’টাদিন চুটিয়ে উপভোগ করতে হবে। অসহ্য গরম আর ঠান্ডা আটকানোর জন্য একগাদা পোশাক-আশাক চাপানোর মাঝের এই সময়ে যদি ঠিকমতো সাজগোজ না করেন, তা হলে কিন্তু দারুণ মন খারাপ হতে পারে — আগাম সতর্কতা দেওয়া রইল!
মডেলও তরুণ অভিনেত্রী বিবৃতি যে রঙের শাড়িটি পরেছেন, সেটি বসন্তের আনন্দে মেতে ওঠার জন্য এক্কেবারে পারফেক্ট! আমের মুকুল, সব কিছুর সঙ্গেই দেখবেন বাসন্তী আর কচি কলাপাতার মতো কয়েকটি রং জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে। শীতের ম্যাড়মেড়ে, অনুজ্জ্বল রংহীনতার পর চোখ তরতাজা হয়ে ওঠে এই ধরনের রং দেখলে। তা ছাড়া হলুদ আর হালকা সবুজ এমনিতেই খুব উজ্জ্বল ও চমৎকার শেড। তাই অবশ্যই আপনার আলমারি থেকে এই রঙের কাছাকাছি পোশাকগুলি বের করে রাখুন হাতের কাছে।
একটা ব্যাপার খেয়াল রাখবেন, সকালের দিকে আর রাতের বেলায় অনেক সময়েই ঠান্ডা পড়ে এ সময়ে। তাপমাত্রার আচমকা পরিবর্তনে শরীর খারাপ হতে পারে, তাই হাতের কাছে অতি অবশ্যই হালকা গরম পোশাক রাখবেন। বাহারি পশমিনা স্টোল, সুতির জ্যাকেট, সোয়েটশার্ট, যা হোক কিছু একটা হলেই চলবে!
মেকআপের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই, চুটিয়ে ব্যবহার করুন আপনার পছন্দের আইশ্যাডো, লিপস্টিক, ব্লাশঅন, বিশেষ করে সান্ধ্য অনুষ্ঠানে। তবে খেয়াল রাখবেন যে এই সময় থেকেই গরম পড়তে আরম্ভ করে, তাই ঘাম হওয়ার আশঙ্কা আছে। যাঁরা খুব ঘামেন, তাঁরা অবশ্যই প্রাইমার লাগিয়ে নেবেন মেকআপ শুরু করার আগে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..