- প্রকাশিত : ২০১৯-০২-১৬
- ৪৫৯ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিণসিটিতে রাশিয়ান নাগরিকের মৃত্যু
নিউজ ডেস্ক:–ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিণসিটিতে এক রাশিয়ান নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম জেলেস্কি ভাটজিম (৩৪)। তিনি নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ট্রেট রোশিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে ইন্সটলার পদে কর্মরত ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
জেলেস্কি প্রকল্পের গ্রিণসিটির ৩ নং ভবনের ১৪ তলায় বাস করতেন। সকাল পৌনে আটটার দিকে একজন প্রতিবেশী ফলস ছাদের ভেতরে মাথা ঢোকানো নিথর অবস্থায় তাকে দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে জেলেস্কির লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, তার বাথরুমের ফলস ছাদে রাখা গিজার হতে ডাইনিং এর মেঝেতে পানি পড়ছিল। পানি পড়া বন্ধে নিজেই ফলস ছাদে মাথা ঢুকিয়ে গিজারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..