×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০২-২২
  • ৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চকবাজারের অগ্নিকান্ডের দুর্ঘটনাস্থল ও ঢাকা মেডিক্যাল হাসাপাতালে পরিদর্শন করেছেন রেলমন্ত্রী
নিউজ ডেস্ক: –রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন আজ পুরান ঢাকার চকবাজারের অগ্নিকান্ডের দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা মেডিক্যাল হাসাপাতালে আহতদের দেখতে যান। আহতদের বিষয়ে খোজ নেন এবং তাদের কয়েক জনের সাথে কথা বলেন। মন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় মন্ত্রীর সাথে ঢাকা মেডিক্যাল হাসাপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডাঃ সামন্ত লাল সেন উপস্থিত ছিলেন। নুরুল ইসলাম সুজন সাংবাদিকদের বলেন, এ রকম ভয়ানক দুর্ঘটনায় সারা দেশবাসীর মত সরকারের মন্ত্রী হিসেবে তিনিও অত্যন্ত মর্মাহত ও শোকাহত। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থা তদন্ত করছে। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার সঠিক কারন জানা যাবে। ভবিষ্যতে যাতে আর কোন দুর্ঘটনা না ঘটে তার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat