×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০২-২২
  • ৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রবাসীদের দক্ষতা কাজে লাগিয়ে পিপিপি’র মাধ্যমে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করতে হবে : পররাষ্ট্র মন্ত্রী
নিউজ ডেস্ক: –পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, সরকার দেশের উন্নয়নে প্রবাসীদের রেমিটেন্স ও দক্ষতা কাজে লাগিয়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে এ দেশকে উন্নত দেশে রূপান্তর করতে চায়। আজ সিলেট শহরে সিলেট হাউজিং এস্টেট প্রতিষ্ঠার এবং হাউজিং এস্টেট এসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তীতে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্র মন্ত্রী এ কথা বলেন। ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, সরকার সিলেটসহ সারা দেশের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তিনি সিলেটের উন্নয়নে একটি টিম হিসেবে কাজ করার আহ্বান জানান। এ ব্যাপারে তিনি সকলকে আন্তরিক হতে অনুরোধ করেন। অনুষ্ঠানে হাউজিং এস্টেটের সাবেক সভাপতিগণ ও সিনিয়র সিটিজেনদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat