×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০২-২৪
  • ৪০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র
স্পোর্ট ডেস্ক:-নিউজিল্যান্ডের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে। আগের দিন বাংলাদেশ প্রথম ইনিংসে ৪১১ রানের দারুণ ইনিংস খেলে। আজ রবিবার দ্বিতীয় দিনে নিউজিল্যান্ড একাদশ ব্যাট করতে নামে। দলীয় ৫৪ রানের মধ্যে প্রতিপক্ষের দুই ওপেনারকে সাজঘরে পাঠান বাংলাদেশের দুই বোলার মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
এর কিছুক্ষণ পরই বৃষ্টি হানা দেয় লিঙ্কনে। যে কারণে দুই উইকেটে ৫৭ রান করেই মাঠের বাইরে যেতে হয় নিউজিল্যান্ড একাদশকে। এরপর দু’দল ড্র মেনে নিলে ম্যাচের সমাপ্তি টানা হয়। এর আগে শনিবার প্রথম দিনে টস জিতে শুরুতে ব্যাট হাতে নামে বাংলাদেশ। তামিম ইকবাল ও সাদমান ইসলাম ১১৩ রানের ওপেনিং জুটি গড়েই শক্ত একটা ভিত গড়ে দেন। এ সময় তামিম আউট হয়ে যান ৪৫ রান করে। দলীয় স্কোরে ৭ রান যোগ হতেই ফিরেন সাদমানও। আউট হওয়ার আগে ইনিংস সর্বোচ্চ ৬৭ রান করেন তিনি। এরপর মুমিনুল কিছুটা দ্রুত ফিরে গেলেও লিটন দাস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ ও মেহেদি হাসান মিরাজ ভালোই খেলেছেন। লিটন ৬২, মাহমুদউল্লাহ ৫৯, মিরাজ ৫১ ও সৌম্য ৪১ রান করেন। এই সম্মিলিত পারফরমেন্সেই শেষ পর্যন্ত ৪১১ রানের বড় স্কোর গড়ে প্রথম ইনিংসের সমাপ্তি টানে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat