- প্রকাশিত : ২০১৯-০২-২৪
- ৪৫৬ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
চকবাজারে অগ্নিকান্ডে নিহতের ঘটনায় সংসদে সর্বসম্মত শোক প্রস্তাব গৃহীত
নিউজ ডেস্ক:–রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতের ঘটনায় আজ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
বৈঠকের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শোক প্রস্তাব উত্থাপন করেন।
শোক প্রস্তাব উত্থাপন করে স্পিকার বলেন, ‘গত ২০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে ৬৭ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় বহু লোক আহত হয়েছেন। জাতীয় সংসদের পক্ষ থেকে এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হচ্ছে।’
শোক প্রস্তাবে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। সাথে সাথে এ ভয়াবহ ও দুঃখজনক ঘটনায় আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..