×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০২-২৪
  • ৪১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছিনতাইকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চায়
নিউজ ডেস্ক:–ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ অস্ত্রধারী দুর্বৃত্তরা ছিনতাইয়ের চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে। বিমানটিতে অনবোর্ড যাত্রী ছিলেন জাসদের সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল। তিনি জানিয়েছেন, বিমানে থাকা ছিনতাইকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চায়। রবিবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করে বিমানের বিজি-১৪৭ ফ্লাইটটি। সেখান থেকে দুবাই যাওয়ার কথা ছিল। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর পর বিমান থেকে নিরাপদে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। জরুরি অবতরণের পরপরই রানওয়েতে বিমানটি ঘিরে ফেলে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ। ওই বিমানে থাকা মইন উদ্দিন খান বাদল গণমাধ্যমকে বলেন, বিমানে দেড়শ যাত্রী ছিল। পাইলট আমার সঙ্গে নেমে এসেছে। সে বলেছে, তাকে পারসু করার চেষ্টা করেছে ছিনতাইকারী। বলছে, সে শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চায়। পুলিশের একটি সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর একজন যাত্রী ককপিটে ঢুকে পাইলটকে পিস্তল ধরে। বলে, তার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা বলিয়ে দিতে। এসময় পাইলট ঠাণ্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে বিমান চট্রগ্রামে অবতরণ করায়। সিভিল অ্যাভিয়েশন সচিব মহিবুল হক জানিয়েছেন, বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, ওই ব্যক্তি একাই এই কাণ্ড ঘটিয়েছে। যাত্রীরা সবাই নিরাপদে আছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে ওই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat