- প্রকাশিত : ২০১৯-০২-২৪
- ৪৭৪ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
বিমান ছিনতাইয়ের চেষ্টা, গুলিবিদ্ধ সন্দেহভাজন আটক
নিউজ ডেস্ক:–বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকারী সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় আটকের খবর নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান।
এর আগে বিকালে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করে বিমানের বিজি-১৪৭ ফ্লাইটটি। সেখান থেকে দুবাই যাওয়ার কথা ছিল। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর পর বিমান থেকে নিরাপদে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এরপরই রানওয়েতে বিমানটি ঘিরে ফেলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। সন্ধ্যায় সেনাবাহিনী বিমান থেকে সন্দেহভাজন ব্যক্তিকে নামিয়ে আনে।
বাংলাদেশ বিমানের একটি সূত্র জানিয়েছে, আকাশে ওড়ার পরপরই উড়োজাহাজটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়। পুরো কাজটি করেন একজন অস্ত্রধারী ব্যক্তি।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..