×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০২-২৫
  • ৪৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেষ বলে ভারতকে হারাল অস্ট্রেলিয়া
স্পোর্ট ডেস্ক:- বিশাখাপত্তনমে শেষ বলের রোমাঞ্চকর জয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। এর আগে টস জিতে বোলিং নিয়ে ভারতকে ১২৬ রানে বেঁধে ফেলে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন লোকেশ রাহুল। ডানহাতি ওপেনার ৩৬ বলে ৬ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। বিরাট কোহলি ১৭ বলে করেন ২৪ রান। শেষ দিকে ধীর গতিতে ব্যাটিং করেন মাহেন্দ্র সিংহ ধোনি। ৩৭ বলে মাত্র ২৯ রান করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ৫ রানে সাজঘরে ফেরেন মার্ক স্টনিস ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তৃতীয় উইকেটে ৮৪ রানের জুটি গড়েন গ্লেন ম্যাক্সওয়েল ও ডার্চি শর্ট। দুজনের ব্যাটে অস্ট্রেলিয়া জয়ের পথে এগিয়ে যাচ্ছিল ভালোভাবেই। কিন্তু দলীয় ৮৯ রানে ম্যাক্সওয়েল ও ১০১ রানে শর্ট আউট হলে ভারত ম্যাচে ফেরে দারুণভাবে। ধারাবাহিক উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ম্যাচ থেকে একটা সময় ছিটকে গেলেও ভারত শেষ হাসিটা হাসতে পারেনি। অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে পৌঁছে যায় লক্ষ্যে। কামিন্স ও রিচার্ডচন দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। দুজনই অপরাজিত থাকেন ৭ রানে। ভারতের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট নেন জসপ্রিত বুমরাহ। ১টি করে উইকেট নেন চাহাল ও ক্রুনাল পান্ডিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat