×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০২-২৬
  • ৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ট্রাম্প ও কিমের মধ্যে দুই দিনব্যাপী বৈঠক হবে : হোয়াইট হাউস
আন্তর্জতিক ডেস্ক:- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উন বুধবার হ্যানয়ে এক ভোজসভায় মিলিত হবেন। এ দুই নেতার পূর্বঘোষিত বৈঠকের একদিন আগেই তারা সেখানে মিলিত হতে যাচ্ছেন। মঙ্গলবার হোয়াইট হাউস একথা জানিয়েছে। খবর এএফপি’র। দুই দিনব্যাপী এই বৈঠক হচ্ছে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে ফিরিয়ে আনার জন্য ট্রাম্পের একটি বিশেষ কূটনৈতিক মিশন। ভিয়েতনামের রাজধানীতে ভোজসভার আয়োজন হচ্ছে এ মিশনেরই বর্ধিত অংশ। প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স হোয়াইট হাউস সাংবাদিকদের বলেন, নৈশভোজের আগে ট্রাম্প ও কিমের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর ট্রাম্প মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পোম্পেও ও ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মাইক মুলভানেকে সঙ্গে নিয়ে বৈঠকে যোগ দিবেন। কিমও তার দুই কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বৈঠকে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরীয় প্রতিনিধি দল ট্রেনে করে মঙ্গলবার ভিয়েতনাম পৌঁছেছে। ট্রাম্প দিনের শেষের দিকে এয়ার ফোর্স ওয়ানে করে ভিয়েতনাম পৌঁছানোর কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat