×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০২-২৭
  • ৪৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীসহ সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত
নিউজ ডেস্ক: – রাজধানীসহ সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। পরে বৃষ্টি কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বুধবার সকাল ৭টা থেকে শুরু হওয়া প্রায় দুই ঘণ্টার বৃষ্টিতে রাজধানীতে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বৃষ্টিতে রাস্তায় কমে যায় গণপরিবহনের সংখ্যা। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস ইত্তেফাক অনলাইনকে জানান, সকাল ৯টা পযন্ত রাজধানীতে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, ঢাকাসহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এদিকে বৃষ্টির কারণে রাজধানীতে গণপরিবহন কমে গেলে ভোগান্তিতে পড়েন অফিসগামীরা। এ সময় তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হ্ওায়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিচ্ছিন্নভাবে মাঝারী থেকে ভারী বর্ষণ ও শিলা বৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat