- প্রকাশিত : ২০১৯-০২-২৮
- ৪৩৯ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
শাহ আলমগীরের মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি : তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:- তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিশিষ্ট সাংবাদিক ও পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীরের মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে শাহ আলমগীরের জানাজায় অংশ নিয়ে তার মরদেহে পুষ্পার্পণের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময়ে তথ্যসচিব আবদুল মালেক উপস্থিত ছিলেন।
হাছান মাহমুদ বলেন, ‘শাহ আলমগীর শুধু একজন প্রথিতযশা সাংবাদিক ও বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালকই ছিলেন না, তিনি একজন ভালো মানুষ ছিলেন। সেইসাথে প্রশাসনিক দক্ষতার জন্য পিআইবি’র মহাপরিচালক হিসেবে নিয়োগের পর তার মেয়াদ কয়েক দফা বৃদ্ধি করে সরকার।’
শাহ আলমগীরের মৃত্যুকে অকস্মাৎ বর্ণনা করে তিনি বলেন, ‘কয়েক দিন আগে হাসপাতালে দেখতে গিয়েও তাকে প্রাণময় মনে হয়েছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশে তার সুচিকিৎসার জন্য দেশ-বিদেশে সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছিল। তার এ অকাল ও অসময়ে চলে যাওয়া শুধু গণমাধ্যম জগত নয়, দেশের জন্যই এক অপূরণীয় ক্ষতি।
এ সময়ে তথ্যমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..