×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০২-২৮
  • ৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যোগ্য নাগরিকরা যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে: রাষ্ট্রপতি
নিউজ ডেস্ক:-একজন যোগ্য নাগরিকও যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি থেকে বাদ না পড়েন সে জন্য নির্বাচন কমিশনকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দেশে প্রথমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আমি আশা করি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও ভোটাধিকার প্রয়োগে এ আয়োজন জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে সক্ষম হবে।’ আগামীকাল ১ মার্চ জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ আহবান জানান। এবারের জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য ‘ভোটার হব, ভোট দেব’। মো. আবদুল হামিদ বলেন, ‘আমাদের দেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও উন্নয়নের মৌলিকভিত্তি এ প্রতিপাদ্যের মধ্যেই নিহিত রয়েছে। একজন যোগ্য নাগরিকও যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি থেকে বাদ না পড়েন, জাতীয় ভোটার দিবসে আমি এ আহ্বান জানাই।’ তিনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের সকল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করে সাংবিধানিক দায়িত্ব পালন করেন এবং নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে থাকেন।’ রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন যোগ্য নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিসহ তালিকাভুক্ত ব্যক্তিদেরকে জাতীয় পরিচয়পত্রও প্রদান করে থাকে। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আঠার বছরের ঊর্ধ্বের সকল নাগরিকের ছবি ও আঙুলের ছাপের বায়োমেট্রিক তথ্যসহ কম্পিউটার ভিত্তিক ডাটাবেইজ প্রস্তুত করছে।’ নির্বাচন কমিশনের এই বিশাল কর্মযজ্ঞকে সাধুবাদ জানিয়ে আবদুল হামিদ বলেন, ‘জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ব্যক্তির সঠিক পরিচয় যাচাই করে সকল সরকারি চাকরিজীবীর বেতন, পেনশন, মুক্তিযোদ্ধা, বয়স্ক ও বিধবাসহ সকল ভাতাভোগীকে রাষ্ট্রীয় সেবা প্রদান সম্ভব হচ্ছে।’ বাণীতে তিনি জাতীয় ভোটার দিবস উদযাপনের লক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচি সফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat