×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-১১-২০
  • ৫৬৫৬৮২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আর্জেন্টিনার বিভিন্ন শিরোপা জয়ের নায়ক আনহেল দি মারিয়া। সবশেষ দুই কোপা আমেরিকা, ইতালির বিপক্ষে ফিনালিসিমা কিংবা বাইশের কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার জেতা এই চার শিরোপা জয়েই রয়েছে এই ফুটবলারের অবদান। তবে চলতি বছরের গেল জুলাই মাসে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় ও সবমিলিয়ে রেকর্ড ১৬তম বারের মতো কোপা আমেরিকা শিরোপা জিতিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ৩৬ বছর বয়সি এই মধ্যমাঠের তারকা।
যদিও ক্লাব ফুটবলে এখনো নিয়মিত খেলে যাচ্ছেন। তবে এটারও ইতি টেনে ফেলবেন কয়েক বছরের মধ্যেই। ফুটবল ক্যারিয়ার শেষে তিনি শুরু করতে পারেন কোচিং ক্যারিয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন দি মারিয়া।
আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততার কারণে ক্লাব ফুটবলে বিরতি চলছে। যেহেতু দি মারিয়ার জাতীয় দলের ব্যস্ততা নেই তাই ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এর ফাঁকেই সম্প্রতি পডকাস্টার হুয়ান পাবলো ভারস্কি অন ক্ল্যাঙ্কের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন আর্জেন্টাইন এই ফুটবলার। সেখানেই উঠে আসে তার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি। নিজের ভবিষ্যৎ নিয়ে দি মারিয়া বলেন, ‘কোচ হওয়ার জন্য আমি কোর্স করছি। যদি প্রয়োজন হয়, এটা ভেবে করছি। ৩০ বছর বয়স থেকে আমি ফুটবলকে ভিন্নভাবে দেখতে শুরু করেছি ও বিশ্লেষণ করছি। কেবল খেলোয়াড়ের দিক থেকেই নয়, একজন কোচের দৃষ্টিকোণ থেকেও আমি দেখছি। আমি জানি, কোচিং করানো অনেক বেশি কঠিন হবে, কারণ এটা অনেক বেশি সময় ও শ্রম নেবে। একজন খেলোয়াড় হিসেবে আপনি কেবল অনুশীলন করবেন আর বাড়ি চলে যাবেন। তবে সেসব পরের বিষয় যখন অবসর (ক্লাব ফুটবল থেকে) নেব, পরিবারের সঙ্গে সময় উপভোগ করতে চাইব। এরপর হয়তো এটা (কোচিংয়ে চোখ দেওয়া) সম্ভব হতে পারে।’
২০০৮ সালে আর্জেন্টিনার সিনিয়র দলে অভিষেক হয় এরপর কাটিয়ে দিয়েছে ১৬ বছর। এর মধ্যে ১৪৫ ম্যাচ খেলে গোল করেছেন ৩১টি সঙ্গে ৩২ অ্যাসিস্ট রয়েছে তার। তবে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর তিন বছর আগ থেকে ক্লাব ফুটবলের নিয়মিত মুখ ছিলেন তিনি। ২০০৫ সালে আর্জেন্টিনার রোজারিও সেন্ট্রাল ক্লাবের হয়ে যাত্রা শুরু হয় তার। এর পর্তুগিজ ক্লাব বেনফিকা (২০০৭-১০), স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ (২০১০-১৪), ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড (২০১৪-১৫), ফরাসি ক্লাব পিএসজি (২০১৫-২২), ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের (২০২২-২৩) হয়ে খেলেছেন। সবশেষ গেল মৌসুমে ফের দ্বিতীয় দফায় বেনিফিকায় যোগ দেন এবং এখানেই খেলছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat