×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৫-০৫-০১
  • ৩৪৪৫৩৭৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অধিনায়ক আজিজুল হাকিমের অলরাউন্ড নৈপুণ্যে শ্রীলংকার বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 

আজ সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ বৃষ্টি আইনে ৩৯ রানে হারিয়েছে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলকে। ব্যাট হাতে ৬৭ রান করার পর বল হাতে ২ উইকেট নেন আজিজুল। 

সিরিজের প্রথম ম্যাচ ৯৮ রানে হারলেও দ্বিতীয় ওয়ানডে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশের যুবারা।

কলম্বোর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের মাঝপথে বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে ৫০ ওভারের ম্যাচ ২৮ ওভার নির্ধারণ করা হয়। 

অধিনায়ক আজিজুলের হাফ-সেঞ্চুরিতে ২৮ ওভারে ২ উইকেটে ১৪৪ রান করে বাংলাদেশ। অধিনায়ক আজিজুল ৩টি চার ও ২টি ছক্কায় ৮৪ বলে ৬৭ রান এবং রিজান হোসেন ৩৮ বলে ২৪ রান তুলে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার জাওয়াদ আবরার ৩৫ বলে ৩৮ রান করেন। 

বৃষ্টি আইনে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট পায় শ্রীলংকা। জবাবে ৫১ রানে ৫ উইকেট হারায় লংকানরা। পরবর্তীতে শুরুর ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি স্বাগতিকরা। ২২

ওভারে ৭ উইকেটে ১২০ রান তোলার পর আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। এরপর আর খেলা শুরু সম্ভব না হলে বৃষ্টি আইনে ৩৯ রানে জয় পায় বাংলাদেশ।

শ্রীলংকার হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন কাভিজা গামাগে। আল ফাহাদ ও আজিজুল ২টি করে উইকেট নেন। 

আগামী ৩ মে সিরিজের চতুর্থ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat