×
ব্রেকিং নিউজ :
ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ছে সরকার : মিডা চেয়ারম্যান পে কমিশনের কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে: অর্থ উপদেষ্টা সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোক সংবিধান সংস্কারে গণভোট: স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ হাসিনা-টিউলিপ-রাদওয়ানের দুর্নীতি মামলার যুক্তিতর্ক ১৮ জানুয়ারি প্রবাসীকল্যাণ ব্যাংকে চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম : আসিফ নজরুল যুক্তরাষ্ট্রে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের পদত্যাগের ঘোষণা উচ্চশিক্ষা নিয়ে ৩ দিনের দক্ষিণ এশীয় সম্মেলনের উদ্বোধন প্রধান উপদেষ্টার অভিবাসন দমনে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলো মিনেসোটা ক্রিকেটকে বিদায় বললেন ৮টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি হিলি
  • প্রকাশিত : ২০২৫-১২-১৯
  • ৬৭৬৬৬৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির মুম্বাইয়ের বাড়িতে হানা দিয়েছেন আয়কর দপ্তরের কর্মকর্তারা। ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগেই তল্লাশি চালানো হয়েছে। বুধবার দাদারে শিল্পা শেঠির রেস্তোরাঁ ‘ব্যাস্টিয়ান’-এও আয়কর দপ্তর তল্লাশি চালায়। তবে এই খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তার আইনজীবী। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, শিল্পা শেঠি কুন্দ্রার বিরুদ্ধে কোনো ধরনের আয়কর ‘রেইড’ পরিচালিত হয়নি; বরং এটি ছিল নিয়মিত যাচাই–প্রক্রিয়ার অংশ।
অভিনেত্রীর পক্ষে দেওয়া এক বিবৃতিতে আইনজীবী প্রশান্ত পাটিল বলেন, ‘শিল্পা শেঠি কুন্দ্রার বিরুদ্ধে কোনো ধরনের আয়কর রেইড হয়নি। আয়কর কর্মকর্তারা নিয়মিত অনুসরণমূলক যাচাইয়ের অংশ হিসেবে তথ্য যাচাই করেছেন মাত্র।’
তিনি আরও বলেন, এই ঘটনাকে অর্থনৈতিক অপরাধ দমন শাখার (ইওডব্লিউ) কথিত মামলার সঙ্গে যুক্ত করে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে সামাজিক মাধ্যমে ও কিছু গণমাধ্যমে দাবি করা হয়, বেঙ্গালুরুতে শিল্পা শেঠির মালিকানাধীন ‘ব্যাস্টিয়ান’ রেস্তোরাঁ এবং তার বাসভবনে আয়কর দপ্তর তল্লাশি চালিয়েছে। তবে আইনজীবীর বক্তব্য অনুযায়ী, এসব দাবি সঠিক নয়।
এদিকে, শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে কথিত ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগ নিয়েও সম্প্রতি আলোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে শিল্পা শেঠি জানান, তার ও তার স্বামীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় (প্রতারণা) মামলা হয়েছে— এমন দাবি ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’। তিনি বলেন, বিষয়টিকে বেআইনিভাবে ফৌজদারি রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এ সংক্রান্ত একটি কোয়াশিং পিটিশন বর্তমানে হাইকোর্টে বিচারাধীন।

অন্যদিকে, বেঙ্গালুরুতে শিল্পা শেঠির সহ-মালিকানাধীন ‘ব্যাস্টিয়ান’ রেস্তোরাঁর একটি নাইটক্লাবে সম্প্রতি বিশৃঙ্খলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিদ্যুৎ বিভ্রাট ও প্রযুক্তিগত সমস্যার জেরে সেখানে হঠাৎ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তবে এ ঘটনায় গুরুতর আহত হওয়ার কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat