×
ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২১-০৬-০৮
  • ৭১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র বিভিন্ন স্তরের ১৩ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে।চলতি বছরের গত মে মাসে ভালো ও প্রশংসনীয় কাজের জন্য এসএমপি’র আওতাধীন বিভিন্ন থানা ও দফতরে কর্মরত এ সকল পুলিশ কর্মকর্তাকে কাজের স্বীকৃতিস্বরূপ এসএমপি পুলিশের পক্ষে এ পুরস্কার ঘোষণা করেন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ।
এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মিডিয়া বি এম আশরাফ উল্লাহ তাহের মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে ‘বাসস’কে জানান, বিভিন্ন ক্যাটাগরি বিবেচনা করে প্রশংসনীয় কাজের জন্য ১৩ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কৃতরা হলেন, শ্রেষ্ঠ থানার এসি হিসেবে মোঃ মাইন উদ্দিন খান, এসি- দক্ষিণ সুরমা থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনর্চাজ) খান মুহাম্মদ মাইনুল জাকির হোসেন, অফিসার ইনচার্জ, এয়ারপোর্ট থানা। শ্রেষ্ঠ পরোয়ানা তামিল কারী অফিসার-এসআই (নিঃ) দেবাশীষ দেব, জালালাবাদ থানা। শ্রেষ্ঠ পরোয়ানা তামিল কারী অফিসার-এসআই (নিঃ) আশরাফুল সিদ্দিক, জালালাবাদ থানা। শ্রেষ্ঠ পরোয়ানা তামিল কারী অফিসার-এ এসআাই (নিঃ) রিমন খাঁন, এয়ারপোর্ট থানা। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার- এসআই(নিঃ) রোকনুজ্জামান চৌধুরী পিপিএম, দক্ষিন সুরমা থানা। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার- টিএসআই/(নিঃ) মোঃ আকবর হোসেন, ট্রাফিক বিভাগ এসএমপি। শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার এসআই (নিঃ) মো: মাহবুর আলম মন্ডল, মহানগর গোয়েন্দা বিভাগ এসএমপি। এছাড়া বিশেষ কার্যক্রমের উপর পুরস্কৃত হলেন অস্ত্র উদ্ধারে এসআই দীপন চন্দ্র সরকার, মোগলাবাজার থানা। এছাড়াও বিশেষ কার্যক্রমের ওপর পুরস্কৃত হন এসএম আবু ফরহাদ, কোতোয়ালি মডেল থানা, এসএমপি সিলেট। মোঃ শামসুদ্দোহা পিপিএম, অফিসার ইনচার্জ, মোগলাবাজার থানা। মোঃ আবুল হাসেম মজুমদার, পুলিশ পরিদর্শক (তদন্ত), দক্ষিণ সুরমা থানা। এস আই (নিঃ) মোহাম্মদ জহিরুল ইসলাম, কোতোয়ালি মডেল থানা, এসএমপি সিলেট।
এসএমপি’র কমিশনা মোঃ নিশারুল আরিফ এসএমপি’র সকল থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বর্তমান করোনা মহামারী প্রাদুর্ভাব থেকে বাঁচতে সকলকে নিরাপদ ও সচেতন করে তুলতে সরকার ঘোষিত নির্দেশনাবলী যথাযথভাবে মাঠ পর্যায় বাস্তবায়নে এসএমপি পুলিশ সচেষ্ট থেকে মাঠে কাজ করছেন, তিনি বর্তমান সময় মানবিক কাজে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat