×
ব্রেকিং নিউজ :
উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি সম্ভাবনাকেও হাইলাইট করতে হবে : হুইপ কমল মাদারীপুরে বাস-পিকআপ সংঘর্ষে একজন নিহত, আহত ১০ রাঙ্গামাটিতে মন্দিরের ভিত্তিপ্রস্তুর স্থাপন ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ জয়পুরহাটের বিভিন্ন স্থানে বৃষ্টির আশায় নামাজ আদায় সরকার দুর্যোগ মোকাবেলায় যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে : অর্থ প্রতিমন্ত্রী সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি সাংস্কৃতিক কর্মকান্ডে যদি প্রবাহ না থাকে, তাহলে সভ্যতা টিকতে পারে না : গণপূর্তমন্ত্রী ক্ষমতার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে : ওবায়দুল কাদের উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ : সিলেটে ইসি আনিছুর রহমান
  • প্রকাশিত : ২০২১-০৮-২৯
  • ৬১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলিম হত্যা মামলার দুই আসামী পিতা-পত্রকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । গত কাল সন্ধ্যায় আলিমের বড় ভাই আব্দুস সালেক বাদি হয়ে হত্যা মামলা দায়ের করলে উল্লাপাড়া মডেল থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে উল্লাপাড়া সদর ইউনিয়নের বাখুয়া গ্রাম থেকে ওই হত্যা মামলার আসামী পিতা-পুত্রকে গ্রেফতার করে । এরা হলো- উল্লাপাড়া সদর ইউনিয়নের বাখুয়া গ্রামের আজিজল হকের ছেলে আফতাব আলী (৪৫) ও আফতাব আলীর ছেলে আজিম (২৫)। এদেরকে রবিবার আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে ।

উল্লাপাড়া মডেল থানা সুত্রে জানা যায়, গত ১৮ আগস্ট বেলা সাড়ে ১০ টার দিকে বাড়ির সিমানা নিয়ে বিরোধের এক পর্যায় অতর্কিত ভাবে রড দিয়ে আলিম উদ্দিনের মাথায় স্বজোড়ে আঘাত করে । পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে । সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শনিবার সকাল ১০ টার দিকে সে মারা যায় ।
নিহত আলিম উদ্দিন উল্লাপাড়া পৌর এলাকার শ্রীকোলা গ্রামের মৃত্যু- সামসুল হকের ছেলে ।

বিষয়টি উল্লাপাড়া মডেল থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠায় । ময়না তদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর হয়েছে। আজ রবিবার আলিম উদ্দিনের লাশ দাফন করা হয়েছে ।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান লাশ ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । গ্রেফতারকৃত দুই আসামীকে রবিবার আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat