×
ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২১-১২-২০
  • ৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার । মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে কোরিয়ার প্রতিপক্ষ পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে খেলবে আসরের অন্যতম ফেভারিট দল ভারত। 
রাউন্ড রবিন লীগ পর্বে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারত। অপরেিদক পাকিস্তানের সমান সমান ৫ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে চতুর্থ দল হিসেবে শেষ চারে স্থান পায় জাপান। 
লীগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিন কোরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করার পর আর আর পেছনে ফিরে তাকাতে হয়নি জাপান  অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারতকে। পরের ম্যাচে তারা স্বাগতিক বাংলাদেশকে ৯-০ গোলে, পাকিস্তানকে ৩-১ গোলে এবং জাপানকে ৬-০ গোলে হারিয়ে গ্রুপ সেরার আসন নিশ্চিত করে। 
এদিকে জাপান তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে গোল শুন্য ড্র করার পর দ্বিতীয় ম্যাচে দক্ষিন কোরিয়ার সঙ্গেও ৩-৩ গোলে ড্র করে। তবে তৃতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৫-০ গোলে হারায়। চতুর্থ ম্যাচে শক্তিশালী ভারতের সামনে দাঁড়াতেই পারেনি তারা। পরাজিত হয়েছে ০-৬ গোলে। 
সেমিফাইনালকে  সামনে রেখে  ভারতীয় গোল রক্ষক  সুরাজ কারেকার জানান প্রতিটি ম্যাচেই তারা নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের চেস্টা করছেন। তিনি বলেন, ‘প্রতিযোগিতার সবগুলো ম্যাচই আমাদের কাছে সমান গুরুত্বের। কোন দলকেই হালকা ভাবে নেয়ার সুযোগ নেই। সেমিফাইনাল খুবই গুরুত্বপূর্ণ। আমরা এজন্য প্রস্তুুত। ম্যাচে আমরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করব।’
পরিসংখ্যানের আলোকে জাপানের বিপক্ষে ভারত পরিষ্কার ফেভারিট। জাপানিরা সর্বশেষ ভারতকে হারিয়েছে ২০১৩ সালে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ২-১ গোলের ওই জয়ের পর ভারতের বিপক্ষে ১৮ ম্যাচের ১৭টি হেরেছে তারা। চলতি আসরের লীগ পর্বেও ভারত ৬-০ গোলে জয়লাভ করেছে। 
সাম্প্রতিক পারফর্মেন্সের বিচারে কোরিয়ার বিপক্ষে এগিয়ে রযেছে পাকিস্তান।  ২০১৩ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ জয় পেয়েছিল কোরিয়া। ওই ম্যাচে ২-১ গোল জয় পায় কোরিয়া। পরবর্তী ৭ ম্যাচের ৫টিতে পাকিস্তান জয়লাভ করেছে। ড্র হয়েছে বাকি দুই ম্যাচ। ঢাকায় চলমান আসরের লীগ পর্বেও ৩-৩ গোলে ড্র করেছে দল দুটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat