×
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জের উল্লাপড়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত রাজস্ব আয় বাড়াতে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন জরুরি শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন : পররাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জের জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত কুড়িগ্রামে আইনগত সহায়তা দিবস ও লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত জমজ শিশুর অপারেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী ব্যাংকক থেকে আগামীকাল দেশে ফিরবেন শ্রমিকদের জন্য কর্মবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে : স্পিকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে
  • প্রকাশিত : ২০২২-০২-০৮
  • ৬০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ) সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বদলে গেছে একটি গ্রামের সামগ্রিক দৃশ্যপট। সরকারের ক্রমাগত উন্নয়নের পাশাপাশি একঝাঁক স্বেচ্ছাসেবী উদ্যোক্তাদের পরিকল্পনায় গ্রামটি শহরের রূপ ধারণ করেছে। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বানঘর এ গ্রামটি এক সময় ছিল অবহেলিত। বর্তমান সরকার গ্রামকে শহরের রূপ ধারণ করতে গ্রামের রাস্তাঘাট, স্কুল কলেজসহ গ্রামে বসেই নানা সুযোগ সুবিধা যেন ভোগ করতে পারে সে লক্ষ্য কাজ শুরু করার পর সে কাজকে আরো ত্বরাণিত করতে মনোহরগঞ্জ উপজেলার একঝাঁক স্বেচ্ছাসেবী উদ্যোক্তাদের পরিকল্পনায় প্রায় ৯ লাখ টাকার অনুদানে বানঘর গ্রামজুড়ে স্থাপন করা হয়েছে অর্ধশতাধিক সোলার ল্যাম্পপোস্ট। গ্রামকে আলোকিত করার পাশাপাশি সংগঠনের উদ্যোগে বাস্তবায়ন হচ্ছে একের পর এক জনকল্যাণমুখী পরিকল্পনা।
জানা যায়, উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বানঘর গ্রামের একঝাঁক তারুণ্যের উদ্যোগে “বানঘর সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন” টি প্রতিষ্ঠা পায়। সংগঠনের উদ্যোক্তারা গরীব, অসহায়দের মানবিক সহয়তা, শিক্ষাবৃত্তি, বিনামূল্যে গাছের চারা, দুর্যোগে খাদ্যসামগ্রী বিতরণ, করোনায় সচেতনতা সৃষ্টিসহ নানা কার্যক্রম অব্যাহত রেখেছে। জনকল্যাণমূলক কর্মকান্ডের অংশ হিসেবে বানঘর গ্রামীণ সড়কের দু’পাশ, মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন স্থানে ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়। সোলারের আলোর ঝলকানি পাল্টে গেছে পুরো গ্রামের চিত্র। সরকারী সহযোগিতায় গ্রামটি শতভাগ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। মাঝে মাঝে যান্ত্রিক ক্রুটির কারণে বিদ্যুৎ চলে গেলেও দেখা যায় সোলার ল্যাম্পপোস্টের আলো। রাতের বেলায় আলোর ঝলকানিতে গ্রামটি শহরের রূপ ধারণ করে। তারুণ্যের এমন ব্যতিক্রম উদ্যোগে মহাখুশি এলাকাবাসী।
গ্রামের প্রবীণ ব্যক্তি সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উদ্যোগের কারণে গ্রামগুলো উন্নত হচ্ছে। গ্রাম এখন শতভাগ বিদ্যুতের আওতায় চলে আসছে। এ কথাটা এক সময় আমরা চিন্তা করতেও পারি নাই। এখন সরকারের নানা উদ্যোগের কারণে গ্রামের ছেলে মেয়েরাও বসে নাই। এক সময়ের অবহেলিত বানঘর গ্রামের একঝাঁক তারুণ্যে ইন্টারনেট থেকে নানা তথ্য নিয়ে গ্রামকে আরো সুসংগঠিত করতে কাজ করছে। বানঘর গ্রামের তারুণ্যদের উদ্যোগে সোলার ল্যাম্পপোস্ট বসানোর কারণে আলোয় সারা রাত গ্রামটি আলোকিত করছে। যার ফলে গ্রামের অনাকাক্ষিত ঘটনা প্রতিরোধ হয়েছে। সংগঠনের পৃষ্ঠপোষক আলাউদ্দিন জানান, সরকারের নানা সুযোগ সুবিধা চালু করার করায় বানঘর গ্রামকে উপজেলায় একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলাই হচ্ছে ওই সংগঠনের উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat