×
ব্রেকিং নিউজ :
টেকসই স্বাস্থ্য উন্নয়নে হেলথ প্রমোশন কর্মসূচি বাস্তবায়ন জরুরি মানবপাচার মামলায় মিল্টন সমাদ্দার কারাগারে টঙ্গী থেকে দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন পর্যন্ত শাটল বাস চালু ৮০ হাজার মানুষ রাফাহ থেকে পালিয়ে গেছে : জাতিসংঘ শরণার্থী সংস্থা কেউ আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না: প্রধানমন্ত্রী আরটিআই আইনে তথ্য চাওয়ার ক্ষেত্রে নারীদের আরো বেশি উদ্বুদ্ধ করতে হবে : ড. আবদুল মালেক এসওইগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণে অর্থ মন্ত্রণালয়ের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ স্মার্ট বাংলাদেশের জন্য চাই স্মার্ট ডেটা : অর্থ প্রতিমন্ত্রী বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ছিলেন জাতির জন্য নিবেদিতপ্রাণ : পররাষ্ট্রমন্ত্রী ডলারের বিনিময় হার নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত সঠিক : সালমান এফ রহমান
  • প্রকাশিত : ২০২২-০২-১৫
  • ৫২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নওগাঁ জেলা পরিষদ জেলায় ৩২ কোটি ৯৩ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যয়ে মোট ২০৩টি প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ জানেয়েছেন, জেলার ১১টি উপজেলায় স্ব স্ব এলাকার সংসদ সদস্য কর্ত্তৃক মনোনীত এসব প্রকল্পের অনুকূলে অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে এবং নির্মাণ কাজ এগিয়ে চলেছে।
সূত্র জানিয়েছে জেলায় গৃহিত বৃহৎ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৬ কোটি ১ লক্ষ ৬৬ হাজার টাকা ব্যয়ে জেলার ধামইরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়াম। নওগাঁ জেলা সদরে ১৯ কোটি ৮৮ লক্ষ ৮৮ হাজার টাকা ব্যয়ে এক হাজার আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম নির্মাণ এবং ১ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে নওগাঁ জেলা পরিষদ পার্ক উন্নয়ন কার্যক্রম। এ তিনটি প্রকল্প এডিপি’র অর্থায়নে ২০১৮-১৯ আর্থিক বছরে কাজ শুরু হয়েছে এবং এখনও চলমান রয়েছে।
এডিপি’র অর্থায়নে ২০২০-২০২১ আর্থিক বছরে ৪ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে ছোট ছোট ১৩৬টি প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। এসব প্রকল্পের মধ্যে ৬১টি প্রকল্প টেন্ডারের মাধ্যমে এবং ৭৫টি প্রকল্প পিআইসি’র মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে ।
এদিকে ২০২০-২০২১ আর্থিক বছরে রাজস্ব খাতের অর্থায়নে ১ কাটি ৪৯ লক্ষ টাকা ব্যয়ে আরও ৬৪টি প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। এসব প্রকল্পের মধ্যে ২২টি প্রকল্প টেন্ডারের মাধ্যমে এবং বকী ৪২টি প্রকল্প পিআইসি’র মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat