×
ব্রেকিং নিউজ :
প্রান্তিক পর্যায়ে দক্ষ এসএমই উদ্যোক্তা তৈরি করতে হবে : অর্থ প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের সাক্ষাৎ মন্ত্রিসভায় এপোস্টল কনভেনশন স্বাক্ষরের অনুমোদন : বছরে সাশ্রয় হবে ৫০০ কোটি টাকা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রেলওয়ের জন্য ২০০ টি ব্রডগেজ যাত্রবাহী বগি সংগ্রহে চুক্তি স্বাক্ষর স্নাতক স্তরে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরামর্শ ইউজিসি’র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা, ২০২৪-এর খসড়া অনুমোদন বঙ্গবন্ধুর সমাধিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের শ্রদ্ধা নিবেদন বৃক্ষ সংরক্ষণ ও সম্প্রসারণ বিষয়ক গবেষণা বাড়ানো হবে : পরিবেশ মন্ত্রী বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার দাবি করেছে ইআরএফ
  • প্রকাশিত : ২০২২-০২-১৫
  • ৫৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নওগাঁ জেলা পরিষদ জেলায় ৩২ কোটি ৯৩ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যয়ে মোট ২০৩টি প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ জানেয়েছেন, জেলার ১১টি উপজেলায় স্ব স্ব এলাকার সংসদ সদস্য কর্ত্তৃক মনোনীত এসব প্রকল্পের অনুকূলে অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে এবং নির্মাণ কাজ এগিয়ে চলেছে।
সূত্র জানিয়েছে জেলায় গৃহিত বৃহৎ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৬ কোটি ১ লক্ষ ৬৬ হাজার টাকা ব্যয়ে জেলার ধামইরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়াম। নওগাঁ জেলা সদরে ১৯ কোটি ৮৮ লক্ষ ৮৮ হাজার টাকা ব্যয়ে এক হাজার আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম নির্মাণ এবং ১ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে নওগাঁ জেলা পরিষদ পার্ক উন্নয়ন কার্যক্রম। এ তিনটি প্রকল্প এডিপি’র অর্থায়নে ২০১৮-১৯ আর্থিক বছরে কাজ শুরু হয়েছে এবং এখনও চলমান রয়েছে।
এডিপি’র অর্থায়নে ২০২০-২০২১ আর্থিক বছরে ৪ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে ছোট ছোট ১৩৬টি প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। এসব প্রকল্পের মধ্যে ৬১টি প্রকল্প টেন্ডারের মাধ্যমে এবং ৭৫টি প্রকল্প পিআইসি’র মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে ।
এদিকে ২০২০-২০২১ আর্থিক বছরে রাজস্ব খাতের অর্থায়নে ১ কাটি ৪৯ লক্ষ টাকা ব্যয়ে আরও ৬৪টি প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। এসব প্রকল্পের মধ্যে ২২টি প্রকল্প টেন্ডারের মাধ্যমে এবং বকী ৪২টি প্রকল্প পিআইসি’র মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat