×
ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২২-০৬-২৬
  • ৭৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরবর্তীতে আরও কয়েকবছর বাংলাদেশ বিশ্ব বাজারে বাণিজ্য সুবিধা পাবে বলে আশা করছে সরকার। গত ১২ থেকে ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলনের (এমসি১২) মাধ্যমে চলমান বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে সুযোগ তৈরি হয়েছে বলে সরকার মনে করছে।
ডব্লিউটিও’র মন্ত্রী পর্যায়ের ১২তম সম্মেলনের বিষয়ে রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কোভিড আক্রান্ত হওয়ায় সংবাদ সম্মেলনে উপস্থিত হননি। তার অনুপস্থিতিতে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব সাংবাদিকদের ব্রিফ করেন। 
তপন কান্তি ঘোষ বলেন, সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে এলডিসি উত্তোরণের পর আরও কয়েক বছর বাজার সুবিধা অব্যাহত রাখার বিষয়ে জোরালো প্রস্তাব দেওয়া হয়। অন্তত ৬ থেকে ৯ বছর বাজার সুবিধা বৃদ্ধি করার জোরালো দাবি জানায় বাংলাদেশ। তিনি বলেন, বিশ^ বাণিজ্য সংস্থার আওতায় প্রাপ্ত সুবিধা সমুহ আরও কিছু সময় পর্যন্ত বৃদ্ধির যৌক্তিকতা আছে মর্মে সম্মেলনে অভিমত প্রকাশ করা হয়েছে। এর ফলে পরর্তীতে এ বিষয়ে আরও আলোচনার পথ সুগম হলো। আশা করছি, আগামীবছর ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ১৩তম সম্মেলনে ভালো কিছু ফল পাওয়া যাবে। 
বাণিজ্য সচিব আরও বলেন, এমসি ১২ সম্মেলনে মৎস্য খাতে ভর্তুকির বিষয়ে একটি চুক্তি অনুমোদিত হয়েছে। এর ফলে অবৈধ ফিসিং ভেসেলে কোন ভর্তুকি প্রদান করা যাবে না এবং প্রয়োজনের অতিরিক্ত মৎস্য আহরণ করা যাবে না। এলডিসিভুক্ত কোন দেশ এ সিদ্ধান্ত অমান্য করলে সে দেশের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে। এছাড়া কোভিড-১৯ এবং ভবিষ্যৎ মহামারি মোকাবেলা করার জন্য সংশ্লিষ্টখাতের সক্ষমতা বৃদ্ধিতে প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে গুরুত্ব প্রদান করে ট্রিপস চুক্তি মোতাবেক বাণিজ্য সহজ করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সম্মেলনে বাংলাদেশের প্রস্তাবের প্রেক্ষিতে খাদ্যদ্রব্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তপন কান্তি ঘোষণ জানান, সম্মেলন চলাকালিন সময়ে বাণিজ্যমন্ত্রী সিংগাপুর, নেপাল, ইউরোপিয়ন ইউনিয়ন এবং ইউরোপিয়ন পার্লামেন্ট প্রতিনিধিদের সাথে আলাদা দ্বিপাক্ষিক সভা করেন। দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং এলডিসি উত্তোরণের পরও বাংলাদেশের জন্য বাজার সুবিধা অব্যাহত রাখার দাবি জানানো হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, নেপালের সাথে পিটিএ স্বাক্ষর নিয়ে আলোচনা করা হয় এবং সিংগাপুর বাংলাদেশের সাথে এফটিএ স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করে। 
উল্লেখ্য, জেনেভায় অনুষ্ঠিত ডব্লিউটিও’র মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলনের আউটকাম ডকুমেন্টসহ ৭টি সিদ্ধান্ত গ্রহণ এবং জেনারেল কাউন্সিলের ৩টি সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে ৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেন।
 সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat