×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে কুইক রেসপন্স টিম চান সিটি মেয়র চুয়াডাঙ্গায় আম সংগ্রহের সময়কাল আগামী ১৬ মে থেকে শুরু চাঁদপুরের দুই উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ গোপালগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা নাটোরের দুইটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষায় উপকারভোগির সংখ্যা বাড়ছে : অর্থ প্রতিমন্ত্রী কারো মদদে বিএনপি চাঙ্গা হয়ে যাবে সে পরিস্থিতি তাদের নেই: ওবায়দুল কাদের ভোলায় জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচারণা সাম্প্রদায়িকতা ও কূপমন্ডুকতা রুখতে দরকার দেশব্যাপী সাংস্কৃতিক গণজাগরণ : পররাষ্ট্রমন্ত্রী এলএএনপিএসি’র সিম্পোজিয়ামে অংশগ্রহণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান
  • প্রকাশিত : ২০২২-০৮-২১
  • ৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, এ সরকার গণবিচ্ছিন্ন নয়; গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে বিএনপি। বিএনপি অনেক আন্দোলন ও অনেক সংগ্রামের কথা বলেছে। কিন্তু কোনো আন্দোলন হয়নি।
আজ দিনাজপুর জেলার হাকিমপুরে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অন্যান্যে মধ্যে সংসদ সদস্য শিবলী সাদিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট আমরা কী হারিয়েছি! সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছে। মানবতার ইতিহাসে এত বড় জঘন্য অপরাধ আর কখনো সংঘটিত হয়নি। পৃথিবীর দেশে   দেশে অনেক সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ হত্যার স্বীকার হয়েছে; কিন্তু এভাবে একজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, জাতির পিতাকে সপরিবারে হত্যার ইতিহাস পৃথিবীর কোথাও নেই। মানবতার বিরুদ্ধে এত বড় অপরাধ আমরা বুকে নিয়ে পথ চলেছি। আমরা শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করব।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশে মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছি। স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি।  আজকে এটাই হচ্ছে বিজয়। বাংলার মানুষের  অধিকার প্রতিষ্ঠা হয়েছে। তাই আজকে সেখানেই বিএনপির গাত্রদাহ, গায়ের জ্বালা। তারা সেখানেই কষ্ট পায়। বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলে তাদের এত কষ্ট। বাংলার মানুষ পেট ভরে ভাত খায়; দেশের উন্নয়ন হচ্ছে; বাংলার মানুষ ভাল আছে; তাবত দুনিয়ার মানুষ বাংলাদেশের প্রশংসা করে; বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে; নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়- এসব বিএনপির কষ্ট।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্র শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এ লক্ষ্য পূরণে নেতা-কর্মীদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat