×
  • প্রকাশিত : ২০২৩-১০-২২
  • ৪৫৭৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে নিরাপত্তা নিশ্চিত করেছে, যার ফলে মানুষের মাঝে এখন স্বস্তি রয়েছে।
মেয়র আজ রোববার (২২ অক্টোবর) বিকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট নগরীর বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। তিনি নগরীর রামকৃষ্ণ মিশন পূজামন্ডপ সহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। 
সিসিক মেয়র বলেন, সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত হচ্ছে সিলেট। আর এই দৃষ্টান্ত যুগ যুগ ধরে সিলেটে বিদ্যমান বলেই ধর্ম যার যার উৎসব সবার- এই রীতিতে আমরা এগিয়ে চলছি। 
তিনি সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা পালনের আহবান জানান। 
মেয়র বলেন, জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এদেশের নাগরিক। বাংলাদেশ আওয়ামী লীগ অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। 
সিসিক মেয়র নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথাজি মহারাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, মিশনের সহসভাপতি দিবাকর ধর রাম, মহানগর পূজা পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, সাধারণ সম্পাদক চন্দন দাস, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জাহাঙ্গীর আলম, এবিএম এম জিলালুর রহমান উজ্জল, কাউন্সিলার নাজমুল ইসলাম, জয়নাল আবেদীন, নাজমুল ইসলাম নাদিম, হিরন মাহমুদ নিপু, রুহেল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat