×
ব্রেকিং নিউজ :
স্মার্ট দেশ উপহার দিতে নিরন্তর কাজ করছে সরকার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ স্থায়ী কমিটির গাজা যুদ্ধে নিহত ৩৫ সহস্রাধিক ফিলিস্তিনী সাংবাদিক প্রবেশের বিষয় স্পষ্ট করলো বাংলাদেশ ব্যাংক সরকারি পাটকল নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে: পাটমন্ত্রী দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি সুষম অর্থনৈতিক উন্নয়ন ছাড়া অভ্যন্তরীণ মাইগ্রেশন ঠেকানো সম্ভব নয় : স্থানীয় সরকার মন্ত্রী তরুণরাই স্মার্ট বাংলাদেশের অভিযাত্রার সূর্য সারথি : তথ্য ও সম্প্রচার সচিব পশুর প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়ানোর তাগিদ প্রাণিসম্পদ মন্ত্রীর সুপ্রিম কোর্টে শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পড়তে হবে
  • প্রকাশিত : ২০২৪-০১-১২
  • ৪৭০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিবম দুবের ব্যাটিং নৈপুণ্যে জয় দিয়ে আফগানিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো স্বাগতিক ভারত। গতরাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারত ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। ৪০ বলে অপরাজিত ৬০ রান করে ম্যাচ সেরা হন দুবে।
মোহালিতে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয়  ভারত। প্রথমে ব্যাট হাতে নামা আফগানিস্তানকে ৪৮ বলে ৫০ রানের সূচনা এনে দেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও অধিনায়ক ইব্রাহিম জাদরান। দারুন সূচনার পর, টানা তিন ওভারে ৩ উইকেট হারায় আফগানিস্তান।
অষ্টম ওভারে গুরবাজকে ২৩ রানে আউট করে আফগানদের উদ্বোধনী জুটি ভাঙেন ভারতীয়  স্পিনার অক্ষর প্যাটেল। পরের ওভারে জাদরানকে ২৫ রানে শিকার করেন দুবে। দশম ওভারে রহমত শাহকে ৩ রানে বিদায় দেন প্যাটেল। ১০ ওভার শেষে ৩ উইকেটে ৫৭ রান তুলে আফগানিস্তান।
চতুর্থ উইকেটে ভারতীয় বোলারদের উপর চড়াও হন মোহাম্মদ নবি ও আজমতুল্লাহ ওমরজাই। ৪৩ বলে ৬৮ রানের জুটি গড়ে আফগানিস্তানের স্কোর ১২৫এ নিয়ে যান তারা। ১৮তম ওভারে ওমরজাই ও নবিকে  ফিরিয়ে দেন  পেসার মুকেশ কুমার।
২টি চার ও ১টি ছক্কায় ২২ বলে ২৯ রান করেন ওমরজাই। ২৭ বলে ২টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন নবি। শেষদিকে নাজিবুল্লাহ জাদরানের ঝড়ো ইনিংসে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৮ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। ১১ বলে ৪টি চারে অপরাজিত ১৯ রান করেন জাদরান। শেষ ১০ ওভারে ২ উইকেটে ১০১ রান তুলে আফগানরা। ভারতের প্যাটেল ও মুকেশ ২টি করে উইকেট নেন।
জবাবে ইনিংসের দ্বিতীয় বলে হাতে রান আউটের শিকার হন  রানের খাতা খুলতে না পারা  ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে শুরুর ধাক্কা সামলে উঠতে সময় নেয়নি স্বাগতিক ভারত। দ্বিতীয় উইকেটে শুভমান গিলকে নিয়ে ২৮ ও তৃতীয় উইকেটে দুবের সাথে ২৯ বলে ৪৪ রান তুলে ভারতকে লড়াইয়ে ফেরান তিলক ভার্মা। গিল ১২ বলে ৫টি চারে ২৩ ও তিলক ২২ বলে ২৬ রান করেন ফিরেন।
৭২ রানে ৩ উইকেট পতনের পর ভারতকে সামনের দিকে টানেন দুবে ও উইকেটরক্ষক জিতেশ শর্মা। মারমুখী ব্যাটিংয়ে ৩১ বলে ৪৫ রানের জুটি গড়ে ভারতকে জয়ের পথে রাখেন তারা। ৫টি চারে ২০ বলে ৩১ রান তুলে আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমানের দ্বিতীয় শিকার হন জিতেশ।
দলীয় ১১৭ রানে জিতেশ ফেরার পর দ্রুতই ভারতের জয় নিশ্চিত করেন দুবে ও রিঙ্কু সিং। পঞ্চম উইকেটে ২২ বলে অবিচ্ছিন্ন ৪২ রান যোগ করেন তারা। এরই মধ্যে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন দুবে। ৪০ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৬০ রানে অপরাজিত থাকেন দুবে। ৯ বলে অপরাজিত ১৬ রান করেন রিঙ্কু। আফগানিস্তানের মুজিব ২ উইকেট নেন।
আগামী ১৪ জানুয়ারি ইন্দোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত ও আফগানিস্তান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat