বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় নড়াইলে উদযপন করা হচ্ছে। রোববার সকাল ৮টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প মাল্য অর্পণ এবং দোয়ার মাহফিল অনুষ্ঠিত।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট অচিন চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট গাউসুল আজম মাসুম,সাধারণ সম্পাদক খোকন কুমার সাহাসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বিকেলে শহরের সুলতান মঞ্চে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।