তাইওয়ানের কর্তৃপক্ষ বুধবার সুপার টাইফুন কং-রে ভূমিধসের কারণ হতে পারে বলে সতর্ক করে দিয়ে কিছু দূরবর্তী দ্বীপে কাজ ও ক্লাস স্থগিত করেছে এবং জেলেদের তাদের নৌযানগুলোকে নিরাপদ স্থানে থাকতে বলেছে। ইউলান থেকে এএফপি এ খবর জানায়।
কং-রে বৃহস্পতিবার বিকেলের মধ্যে স্থলনিম্নচাপে পরিনত হওয়ার আগে পর্যন্ত প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিপাত ২৩ মিলিয়ন লোকের দ্বীপের বিভিন্ন অংশে আঘাত হানতে পারে বলে আশংঙ্কা করা হচ্ছে।
মার্কিন যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র এর সর্বশেষ আপডেটে বলেছে, তাইওয়ানের কাছাকাছি আসার সাথে সাথে কং-রে’র বাতাসের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ২৪০ কিলোমিটার (১৫০ মাইল) বেগে প্রবাহিত হচ্ছে।
রেইনকোট পরা জেলেরা বৃষ্টি পড়ার সাথে সাথে তাইপেইয়ের দক্ষিণ-পূর্বে ইলান কাউন্টির বন্দরে তাদের নৌকা বেঁধে রেখেছে।
ক্যাপ্টেন চেন নামে একজন জেলে এএফপিকে বলেন, ‘অবশ্যই আমি চিন্তিত। আমার সমস্ত সম্পদ এখানে রয়েছে।’
দেশটির আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, কং-রে তাইওয়ানের পূর্ব ও উত্তর উপকূলীয় অঞ্চল এবং মধ্য ও দক্ষিণ অঞ্চলের পাহাড়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
পূর্বাভাসক চ্যাং চুন-ইয়াও এএফপিকে জানিয়েছেন, ইইলান এবং হুয়ালিয়েনের পূর্ব কাউন্টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্ক করা হচ্ছে। এখানে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত ৮০০ থেকে ১,২০০ মিলিমিটার (৩১ ইঞ্চি থেকে ৪৭ ইঞ্চি) বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।
টাইফুনের আনুমানিক পথের উপর ভিত্তি করে, আমরা ইয়ালান, হুয়ালিয়েন এবং তাইতুংকে সম্ভাব্য ভূমিধস এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় এলাকায় ধ্বংসাবশেষ প্রবাহের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিই,’ চ্যাং বলেছেন।
তাইতুং কাউন্টির দুটি প্রধান দ্বীপে ক্লাস এবং কাজ স্থগিত করা হয়েছে, যেখানে ঝড়ের বর্তমান গতিপথের উপর ভিত্তি করে টাইফুনটি সরাসরি আঘাত হানতে পারে বলে মনে হচ্ছে।
তাইওয়ানের দূরবর্তী দ্বীপ কিনমেন এবং চীনা বন্দর নগরী জিয়ামেনের মধ্যে ফেরি পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে।