×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২৪-১০-৩০
  • ৫৪৪৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বলেছেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের (ইউএনএইচআর)-এর অফিস খোলার বিষয়ে সরকার এখনো কোন সিদ্ধান্ত নেয়নি।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা এখনও এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারিনি। একটি আলোচনা হয়েছে মাত্র। আমরা বিষয়টি পর্যালোচনা করছি।’
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের পক্ষ থেকে এখানে অফিস খোলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি। তবে ‘আলোচনা হয়েছে’।
তৌহিদ হোসেন আরো বলেন, ঢাকা এ বিষয়ে জাতিসংঘকে অনুমোদন বা অসম্মতি কোনটিই জানায়নি।
তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে এমন একটি অফিসের প্রয়োজনীয়তা খতিয়ে দেখছি।
বাংলাদেশে দুই দিনের সফরের দ্বিতীয় দিনে তুর্ক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও অন্যান্য অংশীজনদের সাথে মানবাধিকার বিষয়ক নানা বিষয়ে আলোচনা করেছেন।
সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আগে হাইকমিশনার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
যুক্তরাজ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, তিনি ৭ নভেম্বর সেখানে যাবেন এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী হওয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ম অনুযায়ী তাকে সহায়তা দেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat