বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়া থানা এলাকায় রিয়াজুল ইসলাম নামে এক ব্যাক্তিকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
আজ বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. ওমর ফারুক। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ তার জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার রাতে তাকে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট সকাল ১১টায় আশুলিয়া থানাধীন নবীনগর চন্দ্রা মহাসড়কে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন রিয়াজুল ইসলাম (৩৮)। এসময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি চালালে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আনা হলে মৃত্যুবরণ করেন রিয়াজুল। এ ঘটনায় ২৪ নভেম্বর আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।