সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য হবে সোমবার সুনামগঞ্জের দিরাইয়ে
নিজস্ব প্রতিনিধি- মৃত্যুবরণ করা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য হবে সোমবার সুনামগঞ্জের দিরাইয়ে তার গ্রামের বাড়িতে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে একথা জানান।
মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসে মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, সুরঞ্জিত সেনগুপ্তের লাশ আজ রোববার সকাল ৯টায় তাঁর জিগাতলার বাসায় নিয়ে যাওয়া হবে। পরে সেখান থেকে দুপুর ১২টায় নিয়ে যাওয়া হবে ঢাকেশ্বরী মন্দিরে। বিকেল ৩টার দিকে লাশ সংসদ ভবনে নেওয়া হবে সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর আগামীকাল সোমবার বেলা ১১টায় সুরঞ্জিত সেনগুপ্তের লাশ নিজ জেলা সুনামগঞ্জে নিয়ে যাওয়া হবে। সোমবার দুপুর ১টায় তাঁর নির্বাচনী এলাকা শাল্লা ও বিকেল ৩টায় দিরাই উপজেলায় সাধারণ মানুষ তাঁদের নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। দিরাইয়ে তাঁর শেষকৃত্য হবে।