একহাতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টির কাটা মুণ্ডু, আরেক হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছেন ট্রাম্প। রক্ত ঝরছে কাটা মুণ্ডু থেকে, যেন এইমাত্র কেটে নেওয়া হয়েছে সেটি।
জার্মান সাময়িকী ডের স্পিগেলের প্রচ্ছদ
জার্মান সাময়িকী ডের স্পিগেলের প্রচ্ছদে এমনই একটি ছবি ছাপা হয়। ছবিটি দেখে বুঝতে ভুল হচ্ছে না যে, সেটি ট্রাম্পের অবয়ব। ছবিটির নিচে লেখা ছিল ‘আমেরিকা ফার্স্ট’ (সবার আগে আমেরিকা)।ছবিটির শিল্পী এডেল রদ্রিগেজ। কিউবায় জন্মগ্রহণ করা রদ্রিগেজ রাজনৈতিক শরণার্থী হিসেবে ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রে যান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে তিনি বলেন, ‘এটা গণতন্ত্রের শিরশ্ছেদ, একটি পবিত্র প্রতীকের শিরশ্ছেদ।’এই প্রচ্ছদটি নিয়ে এরই মধ্যে সমালোচনা চলছে জার্মানিসহ সারা বিশ্বে। বাদ পড়েনি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার-ফেসবুকও।আলেকজান্ডার গ্রাফ ওই ছবিটিকে ‘রুচিহীন’ বলে আখ্যায়িত করেছেন। তিনি জার্মানির ফ্রি ডেমোক্র্যাটিক পার্টির (এফডিপি) একজন সদস্য ও ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট।তবে স্পিগেলের ওই প্রচ্ছদের বিষয়ে জার্মানির রাজধানী বার্লিনে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।জার্মানির বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর জেরেই সাময়িকীটিতে এই ধরনের প্রচ্ছদ ছাপা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।