বিনোদন ডেস্ক:– কারিনা-সাইফের ছেলে তৈমুরের বয়স একমাস হয়ে গেছে। সন্তান জন্মদানের পর কয়েক সপ্তাহের মধ্যে আবারো ফিটনেসে মনোযোগী কারিনা। নিয়মিত যোগব্যায়াম করছেন।
সম্প্রতি র্যাম্পে হাঁটলেন তিনি। ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে দেখা যায় তাঁকে। বর্তমান সংসার ব্যস্ততা-দায়িত্ব নিয়ে সেখানে কথা বললেন কারিনা। কারিনা বলেন, ‘আমি খুব লাকি। স্বামী হিসেবে সাইফ আমাকে দারুণ সহযোগিতা করে। এই মুহূর্তে ও তৈমুরের দেখভাল করছে। সে জন্যই তো আমি এখানে আসতে পারলাম।
কারিনা আরও বলেন, তাঁর জীবন এখন তাঁরই অভিনীত ছবি ‘কি অ্যান্ড কা’র চিত্রনাট্যের মতো। ওই ছবিতে দেখানো হয়েছিল কারিনা বাইরে কাজ করেন। আর সংসার সামলান তাঁরা পর্দার স্বামী অর্জুন কাপূর। ঠিক সে ভাবেই নাকি এখন যাবতীয় দায়িত্ব ভাগ করে নিয়েছেন তিনি আর সাইফ। কারিনা বাইরে কাজে ব্যস্ত থাকলে তৈমুরকে সময় দেন সাইফ। এমনকী রাতে উঠে ছেলের ডায়াপারও চেঞ্জ করে দেন ছোটে নবাব।
আবার সাইফের ব্যস্ততা থাকলে ছেলের দায়িত্ব কারিনার। কারিনার মতে, ‘ঠিক এভাবেই প্রত্যেক পুরুষের স্ত্রীর সঙ্গে সব দায়িত্ব ভাগ করে নেয়া উচিত।