সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই মূল লক্ষ্য: নতুন (সিইসি)
নিজস্ব প্রতিনিধি:-
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দায়িত্ব পেয়ে সাংবিধানিক এই দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পালনের অঙ্গীকার করেছেন কে এম নুরুল হুদা।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আগামীতে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা আমাদের মূল টার্গেট।
তবে এটা অনেক বড় দায়িত্ব ও ভালো দায়িত্ব। রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যমসহ সবার সহযোগিতা চাই। রাষ্ট্রপতি আমাকে সাংবিধানিক এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ায় কৃতজ্ঞ।’তিনি বলেন, ‘সাংবিধানিক দায়িত্বটি আমি নিরপেক্ষভাবে সংবিধান ও আইন মেনে পালন করব। আমি আগে দায়িত্ব নেই, তারপর সবার সঙ্গে বসব। এখনো আনুষ্ঠানিকভাবে কথা বলার সময় হয়নি। তবে সবার সঙ্গে আলোচনা করে আগামীতে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে।’সোমবার রাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১২তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কেএম নুরুল হুদাকে নিয়োগ দেন। একইসঙ্গে আরো চারজন কমিশনার নিয়োগ দেওয়া হয়। রাতেই মন্ত্রীপরিষদ বিভাগ সিইসিসহ সংশ্লিষ্টদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।