কক্সবাজার প্রতিসিধি: কক্সবাজার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন নামক যুবক নিহত হয়েছেন। এঘটনায় ঘাতক আহমদ হোসেন প্রকাশ ভেট্টুকে জনতা আটক কওে গণপিটুনির পর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ডুলাহাজার ইউনিয়নের ২নং ওয়ার্ড ডুমখালী মিঠাছড়ি গ্রামে এঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়,আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় ডুমখালী খেলার মাঠ সংলগ্ন চায়ের দোকানে পাওনা টাকার জের ধরে মোহাম্মদ হোসেন ও চিহ্নিত সন্ত্রাসী ভেট্টুর মাঝে বাকবিন্ডা হয়। এক পর্যায়ে ভেট্টুর ছুরিকাঘাতে ডুমখালী গ্রামের জহির আহমদের ছেলে মোহাম্মদ হোসেন (৪২) গুরুতর আহত হয়। স্থানিয়রা আহতকে হোসেনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
অপরদিকে, ঘাতক আহমদ হোসেন ভেট্টু পালিয়ে যাওয়ার সময় ক্ষুদ্ধ জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে চকরিয়া থানার পুলিশের হাতে তুলে দেয়া হয় তাকে।
ঘাতক আহমদ হোসেন ভেট্টু ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী গ্রামের মৃত আলতাজ আহমদের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
এব্যাপারে চকরিয়া থানার ওসি (তদন্ত ) কামরুল আজম সিএনএন বিডি ২৪,কমকে বলেন, ঘাতককে আটক করা হয়েছে এবং চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।