সুন্দরগঞ্জ আসনের উপ-নির্বাচনে এমপি লিটন পত্নীকে দলীয় মনোনয়ন দেয়ার দাবী
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ জাতীয় সংসদের ২৯,গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আসন্ন উপ- নির্বাচনে প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটন পত্নী ও জেলা মহিলা আ’লীগের যুগ্ম আহবায়ক- সৈয়দা খুরশীদ জাহান স্মৃতিকে মনোনয়ন দেয়ার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার উপজেলা আ’লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠন সমুহের আয়োজনে স্থানীয় সাবেক অগ্রণী ব্যাংক হল রুমে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক- রেজাউল আলম রেজা। এসময় ছিলেন- সোনারায় ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা- বদিরুল আহসান সেলিম, উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক- উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত)- মিজানুর রহমান মিঠু, ধোপাডাঙ্গা ইউনিয়ন আ’লীগ সহসভাপতি-সদরুল ইসলাম, সর্বানন্দ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, পৌর আ’লীগ সহসভাপতি সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর সরকার, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রুহুল আমিন হিরু, ছাবেদ আলী প্রমুখ। সংবাদ সম্মেলনে দাবী করেন- আসন্ন ২২ মার্চ সুন্দরগঞ্জ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে উপজেলার চলমান উন্নয়নন ধারা অব্যাহত রাখাসহ দলকে সু-সংগঠিত রাখতে দুর্বৃত্তদের গুলিতে নিহত সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের উত্তরসুরি হিসেবে তার পত্নী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতির বিকল্প নেই। তাই আসন্ন নির্বাচনে বাংলাদেশ আ’লীগের মনোনয়ন তারই প্রাপ্য। এক্ষেত্রে উপ-নির্বাচনে এমপি লিটন পত্নীকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য আ’লীগ দলীয় প্রধান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট তাঁরা জোর দাবী জানান।