×
ব্রেকিং নিউজ :
নড়াইলে গরু চোর সন্দেহে তিন জনকে পিটিয়ে হত্যা সবুজ রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহায়তার প্রতিশ্রুতি সুইডেনের সিটি কর্পোরেশন-জেলা উপজেলা ও পৌরসভায় বসানো হচ্ছে ‘ফুল টাইম’ প্রশাসক : স্থানীয় সরকার উপদেষ্টা দেশের ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ শিক্ষা উপদেষ্টার ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের তারিখ পুনঃনির্ধারণের প্রচেষ্টা চলছে : মহাসচিব ন্যাশনাল মেরিটাইম পোর্ট স্ট্যাটেজি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার : নৌপরিবহন উপদেষ্টা পুলিশের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেফতার, হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ ট্রাম্প সমর্থকদের ‘আবর্জনা’ বলায় সমালোচনার মুখোমুখি বাইডেন
  • প্রকাশিত : ২০১৭-০২-১০
  • ৬৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চিত্রনায়িকা পারভীন আক্তার লাকি ওরফে অন্তরার মৃত্যু নিয়ে রহস্যের জট খোলেনি
ষ্টাফ রির্পোটার: চিত্রনায়িকা পারভীন আক্তার লাকি ওরফে অন্তরার মৃত্যু নিয়ে রহস্যের জট খোলেনি। আদালতের আশ্রয় নিয়েছেন অন্তরার মা আমেনা। তাই তিন বছর পর কবর থেকে তোলা অন্তরার দেহাবশেষ থেকে ডিএনএ নমুনা ও ভিসেরা সংগ্রহ করা হয়েছে। বুধবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে ৩ সদস্যের মেডিকেল বোর্ড তার দেহাবশেষ থেকে নমুনা সংগ্রহ করে।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহামুদ এ বিষয়টি  নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা অন্তরার হাড়গোড় পেয়েছি। ডিএনএ পরীক্ষার জন্য ঊরুর হাড় থেকে নমুনা সংগ্রহ করেছি ও বুকের হাড় থেকে নমুনা সংগ্রহ করে ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন এলে বিস্তারিত বলা যাবে। এর আগে মঙ্গলবার দুপুরে রাজধানীর আজিমপুর পুরনো কবরস্থান থেকে অন্তরার মরদেহ তোলা হয়। বিকালে আজিমপুর কবরস্থানে পুনরায় দাফন করা হয়েছে।অন্তরার মা আমেনা খাতুন জানান, ২০১৪ সালের ৮ জানুয়ারি বিকাল সাড়ে ৫টায় মারা যান অন্তরা। তখন প্রচার করা হয় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে।তিনি জানান, অন্তরার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে এবং অর্থের লোভে নিজেকে অবিবাহিত বলে ২০১০ সালের ২৬ মে অন্তরাকে বিয়ে করেন গাজীপুরের শ্রীপুরের মাওনা উত্তরপাড়ার ধনাঢ্য ব্যবসায়ী শফিকুল ইসলাম খোকন। গাজীপুরে শুটিং করতে গিয়েই তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান অন্তরা। প্রথম দিকেই খোকন তাকে জানান, তার স্ত্রী নেই, মারা গেছেন। তিনি জানান, অন্তরার আগেও একটি বিয়ে হয়েছিল। ওই পক্ষে অপ্সরি জান্নাত নামে এক কন্যাসন্তান রয়েছে। তা জেনেই তাকে বিয়ে করেন খোকন। কিন্তু বিপত্তি ঘটে খোকনের বেলায়। বিয়ের কিছুদিন পরেই অন্তরা জানতে পারেন খোকনের স্ত্রী ও পাঁচ সন্তান রয়েছে। শুরু হয় কলহ। খোকন তাকে গাজীপুরে নিয়ে যেতে চাইলে রাজি হননি অন্তরা। একপর্যায়ে রাজধানীর রমনা এলাকার আড়ং প্লাজার নবম তলার একটি ফ্ল্যাটে সংসার শুরু করেন খোকন-অন্তরা। কিন্তু দু’জনের কলহ লেগেই ছিল। এর মধ্যেই আইয়ান ইসলাম অর্থ নামে এক পুত্রসন্তানের জন্ম হয়। এ অবস্থাতেই অন্তরাকে গাজীপুরে নিতে চাপ দেন খোকন। সতীনের সংসারে অন্তরা যেতে রাজি না হওয়ায় এ নিয়ে গাজীপুরে আদালতের শরণাপন্ন হন খোকন। একপর্যায়ে আপসের জন্য স্ত্রী অন্তরার বাসায় আসা-যাওয়া শুরু করেন খোকন। তারপরই ঘটে নির্মম ঘটনাটি। ২০১৪ সালের ২ জানুয়ারি বেলা সাড়ে ৩টায় অন্তরার বাসায় যান খোকন। অন্তরার মেয়ে অপ্সরি জান্নাত, ভাই সাজ্জাদ হোসেন রনি ও এক গৃহকর্মী তখন বাসায়। খোকন বাসায় ঢুকেই অন্তরার কক্ষে যান। দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পরেই দু’জনের ঝগড়ার শব্দ। প্রায় দু’ঘণ্টা পরে বাসা থেকে দ্রুত বের হয়ে যান খোকন। ওই সময়ে অন্তরার কক্ষে ঢুকে তাকে অচেতন অবস্থায় পান অপ্সরি ও সাজ্জাদ।খবর পেয়ে অন্তরার মা আমেনা খাতুনসহ স্বজনরা ওই বাসায় ছুটে যান। দ্রুত তাকে বিজয়নগরের ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান। ততক্ষণে হাসপাতালে ছুটে যান খোকন। তিনি কোনোভাবেই ইসলামিয়া হাসপাতালে চিকিৎসা করাবেন না। আমেনা খাতুন অভিযোগ করে বলেন, অনেকটা জোর করেই অন্তরাকে সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালে নিয়ে ভর্তি করে খোকন। সেখানে গোবিন্দ বণিক নামে তার এক ঘনিষ্ঠ ডাক্তার ছিলেন। ৮ জানুয়ারি সন্ধ্যায় মারা যান অন্তরা। ২ জানুয়ারি থেকে ওই দিন পর্যন্ত কোনো স্বজনকেই অন্তরার কাছে যেতে দেয়া হয়নি। এমনকি মৃত্যুর পর ডাক্তারের চিকিৎসাপত্রও দেখতে দেয়া হয়নি। জানানো হয়, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তাড়াহুড়া করেই অন্তরাকে দাফন করা হয় আজিমপুর কবরস্থানে। এদিকে ছেলেকে নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে ২০১৫ সালের ৫ মার্চ বাসায় গিয়ে আমাকে হুমকি দিয়ে খোকন বলেন ‘তোর মেয়েকে শেষ করেছি। এবার তোদেরকেও শেষ করে দেব।’ তারপরই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার অভিযোগে পিটিশন মামলা করি। এ প্রেক্ষিতে গত ১২ জানুয়ারি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দশম আদালতের বিচারক অন্তরার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। সেইসঙ্গে ১১ ফেব্রুয়ারির মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat