বিনোদন ডেস্ক:- দিনব্যাপী ১৪ ফেব্রুয়ারি-ভ্যালেনটাইন্স ডে, তাই সারাদিনই যে ভালবাসার। তবে এই ভালবাসার দিনটি রাঙিয়ে দিতে ব্যস্ত তারকারা আগেভাগে কাজ শেষ করেছেন। যদিও ভ্যালেনটাইন্স অনুষ্ঠানে কেউ কেউ লাইভ নিয়ে ব্যস্ত থাকবেন সারাদিন।কথা হলো অভিনেতা নিরবের সঙ্গে। কী করছেন বিশেষ দিনে। সোমবার রাতের
কয়েকটা লাইভ অনুষ্ঠান শেষ করে ভোররাতে ফিরেছেন বাসায়, তাই উঠতেও লেট। নিরব বলেন, ‘রাতে দুইটা টিভিতে অনুষ্ঠান ছিল, সেগুলো শেষ করে বাসায় ফিরেছি তিনটার দিকে। এখন বাসায়। পরিবারকে সময় দিচ্ছি। বিকেলে বের হবো।এরপর কাজ থাকলে সেগুলো করবো। তবে বিশেষ দিনে যতটা না বিশেষ উদযাপনে সময় পান, তার চেয়ে বেশি সময় কাটে কাজে। বলছিলেন বলিউডে অভিনয় করে আসায় মডেল অভিনেতা নিরব।গতরাতে কোথায় অনুষ্ঠান ছিল, সঙ্গে সঙ্গে জানা গেল। রাত ৯ থেকে ১০টা অবধি ছিলেন যমুনা টিভির একটি লাইভ অনুষ্ঠানে। ‘ভালবাসার ফাল্গুন’ শিরোনামের এ অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন কবি হেলাল হাফিজ, শম্পা রেজা, সঙ্গীতশিল্পী শুক্লা এবং উপস্থাপনায় ছিলেন নিকল।বলছিলেন, হেলাল হাফিজের কথা নিয়েও। নিরব বলেন, উনাকে বরাবরই ভাল লাগে। গতকাল একসঙ্গে অনুষ্ঠানে ছিলাম। বেশ দারুণ কেটেছে।
নিরব এরপর হাজির হন ভালোবাসা দিবস উপলক্ষে এটিএন নিউজের তারুণ্যনির্ভর জনপ্রিয় লাইভ অনুষ্ঠান ‘ইয়াং নাইট’ এর বিশেষ পর্বে। তারসঙ্গে সেখানে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার প্রীত রেজা ও অভিনেত্রী আইরিন।উল্লেখ্য, সম্প্রতি নিরবের গেম রিটার্ন চলচ্চিত্রের সেন্সরশীপ হয়েছে। শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে।