নব্য জেএমবির আধ্যাত্মিক নেতা’ আবুল কাশেম গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি:-
রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নতুন অংশ বা নব্য জেএমবির ‘আধ্যাত্মিক নেতা’ আবুল কাশেমকে গ্রেপ্তারের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম (সিটি) ইউনিট।
আজ শুক্রবার ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।আবুল কাশেম বিভক্ত জেএমবির একটি অংশের আমির বলে খুদেবার্তায় জানানো হয়।এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এনটিভি অনলাইনকে জানান, আজ বেলা ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে আবুল কাশেমের বিষয়ে বিস্তারিত জানানো হবে।