ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে মহাসমারোহে পালিত হল ৪৬তম স্বাধীনতা দিবস
বিশেষ প্রতিনিধি:-ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে মহাসমারোহে পালিত হল ৪৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস। রবিবার ভারতে বাংলাদেশের হাইকমিশন সৈয়দ মোয়াজ্জেম আলি জাতীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচি শুরু করেন।
এই সময় সামরিক বাহিনীর একটি ব্যান্ড জাতীয় সংগীত বাজায়। এই সময় হাইকমিশনের কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও জাতির কল্যাণ কামনা করে প্রার্থনা করা হয়।সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বাংলাদেশ হাউজে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস রিসেপশন অনুষ্ঠিত হবে। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল ভি.কে সিং।