রাজধানীর কদমতলীর জুরাইনে বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিনিধি:-
রাজধানীর কদমতলীর জুরাইনের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় দুই শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন বাসার মালিক মো. মুরসালিন (৫৫), হাসান সোহান (৯) ও মো. শাওন (৯) তাদের পরিবারের সাথে ভাড়া থাকে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জুরাইনের মুরাদপুরের ৩৩২ নম্বর বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।মুরসালিনের ভাতিজা মো. সুমন জানান, বাড়ির গ্যাস ও পানির লাইন পাশাপাশি। গ্যাস লাইনে একটি লিকেজ হয়। সকালে চাচা সেই লিকেজটি স্কচটেপ লাগাচ্ছিলেন। হাসান ও শাওন সেটি দাঁড়িয়ে দেখছিল। এ সময় পানির মোটর ছাড়লে শর্ট সার্কিট হয়। এর ফলে লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়ে তারা তিনজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
দগ্ধদের মধ্যে মুরসালিনের ২৮ শতাংশ, হাসানের ১৮ শতাংশ ও শাওনের ২২ পুড়ে গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।