×
ব্রেকিং নিউজ :
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০১৭-০৪-১২
  • ৫৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:- বুধবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের লেভেল-১ সেমিস্টার-১ এর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের লেভেল-১ সেমিস্টার-১ এর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. হারুন-উর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম প্রধান অতিথি হিসেবে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ও সাবেক ভিসি প্রফেসর মো. রুহুল আমিন, ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ডা. মো. ফজলুল হক, প্রক্টর প্রফেসর ড. এটিএম শফিকুল ইসলাম, অভিভাবকদের পক্ষে কৃষিবিদ মো. ফেরদৌস আলম, ছাত্রলীগের নেতা নাহিদ আহমেদ নয়ন, মোস্তাফা তারেক চৌধুরী, বিদেশী শিক্ষার্থীদের পক্ষে নেপালের মমতা পাখরিন ও নাইজেরিয়ার আব্দুস সামাদ দাহিরু এবং নতুন নবীন শিক্ষার্থীদের পক্ষে সঞ্চিতা ও মো. ইমরান হোসেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।    

দিনাজপুরে আটক ৩ জেএমবি সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

  আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে ৩ জেএমবি সদস্যকে ডিবি পুলিশ আটক করেছে। আটককৃত ৩ জন আদালতে বিচারকের নিকট ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক শহীদ সোহরাওয়ার্দী জানান, বুধবার বিকেল সাড়ে ৪টায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বজলুর রশিদ আটক জেএমবি সদস্য জেলার কাহারোল উপজেলার খোসালপুর গ্রামের মাহাতাব উদ্দীনের পুত্র মোঃ রিয়াজুল ইসলাম (৩৭)কে বিচারকের নিকট সোপর্দ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণের আবেদন করেন। বিচারক দিনাজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এফএম আহসানুল হক তার খাস কামরায় বিকেল ৫টা থেকে ঘন্টাব্যাপী তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী লিপিবদ্ধ করেন। জবানবন্দী শেষে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এদিকে মঙ্গলবার এই মামলায় গ্রেফতারকৃত অপর ২ জেএমবি সদস্য কাহারোল উপজেলার উচিতপুর গ্রামের ফয়জুল হকের পুত্র মোঃ আবুল হোসেন (৪০) ও বীরগঞ্জ উপজেলার প্রাণ নগর গ্রামের নাসির উদ্দীনের পুত্র মোঃ আব্দুল কাদের শাওন (২৫)কে আদালতে সোপর্দ করে ১৪৬ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী নেয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বজলুর রশিদ জানান, ১০ এপ্রিল ভোর ৫টায় দিনাজপুর-দশমাইল রাস্তার চেহেলগাজী মাজারের সম্মুখে ৫/৬ জন জঙ্গী সদস্য নাশকতার পরিকল্পনা করাকালীন সময়ে ধাওয়া করে ২ জঙ্গী সদস্য মোঃ আবুল হোসেন ও আব্দুল কাদের শাওনকে আটক করা হয়। আটক ২ জনকে কোতয়ালী থানায় সোপর্দ করে এসআই ফরিদুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাস প্রতিরোধ আইনে মামলা দায়ের করে। ওই মামলায় আটক জেএমবি সদস্যদের স্বীকারোক্তিতে তাদের সহযোগীদের নাম প্রকাশ্য করেছে। তাদের প্রাপ্ত মোবাইলে বেশ কিছু তথ্য জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। সহযোগী জেএমবি সদস্যদের গ্রেফতার করতে ডিবি পুলিশের ৩টি সক্রিয় অভিযান টিম জেলার বিভিন্ন থানায় অভিযান অব্যাহত রেখেছে।    

দুর্নীতি প্রতিরোধে দিনাজপুরে সনাকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা

    আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:- দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে বুধবার দিনাজপুরে সনাক গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার দুপুর ১২টায় সচেতন নাগরিক কমিটি (সনাক) দিনাজপুর জেলা শাখা দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে আরো বেগবান ও সফল করার লক্ষ্যে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। সনাকের সভাপতি সাবেক পৌর মেয়র সফিকুল হক ছুটুর সভাপতিত্বে সনাকের এরিয়া ম্যানেজার আব্দুল হান্নান আজাদ দুর্নীতি বিরোধী বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ইয়েস গ্রুপের সহযোগীতায় সনাক দিনাজপুর জেনারেল হাসপাতাল, আঞ্চলিক পাসপোর্ট অফিস, ইউনিয়ন পরিষদ, সরকারী প্রাথমিক বিদ্যালয়, পানি উন্নয়ন বোর্ডসহ অন্যান্য সরকারী অফিসে নজরদারী বাড়িয়ে দুর্নীতি প্রতিরোধে ও সেবা গ্রহীতাদের হয়রানি লাঘবে কার্যকরী ভুমিকা নিয়েছে। সদর উপজেলার ১০টি ইউনিয়নের ভিজিডি কার্ড বিতরণে তদারকির ফলে স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। মতবিনিময় সভায় দুর্নীতি প্রতিরোধে নানা সুপারিশ ও করণীয় সম্পর্কে মতামত ব্যক্ত করেন সনাকের অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবুল, লায়লা চৌধুরী ও হাজেরা হাসান, গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক কামরুল হুদা হেলাল, আহসানুল আলম সাথী, ইদ্রিস আলী, শামীম রেজা, একরাম হোসেন তালুকদার, শাহ আলম শাহী, বিপুল সরকার সানী, রতন সিং, মোর্শেদুর রহমান প্রমুখ।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat