নিজস্ব প্রতিনিধি:- রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় নাদের হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাদেরকে মৃত ঘোষণা করেন।
এর আগে আজ দুপুর দেড়টার দিকে নাদেরকে ছুরিকাঘাত করা হয়।নাদেরের শ্যালক শরিফুল ইসলাম জানান, তাঁরা কামরাঙ্গীরচরের মধ্য ইসলামনগর গ্রাম এলাকায় থাকেন। নাদের তাঁর স্ত্রী হিরা বেগম ও চার সন্তানকে নিয়ে তাঁদের (শরিফুল) সঙ্গে থাকতেন।শরিফুল আরো জানান, কেরানীগঞ্জের বরিসুর ঘাট এলাকার জায়গা নিয়ে মামা নুরুদ্দিন ওরফে শুকুর আলীর সঙ্গে নাদেরদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে আজ কামরাঙ্গীরচরের বড়গ্রাম মসজিদের সামনে শুকুরের ছেলে রাজু ও সোহেলসহ তিন থেকে চারজন নাদেরের পেটে ও হাতে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ছুরিকাঘাতে একজন নিহত হওয়ার বিষয়টি জানিয়েছেন। তিনি আরো জানান, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।