প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থ রক্ষা হয়নি : বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিনিধি:-
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থ রক্ষা হয়নি, তিনি খালি হাতেই ফিরেছেন। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেগম জিয়া।
এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ভারতের কাছে পানির ন্যায্য হিস্যার দাবি তুলতে পারলে বিএনপি তাকে সব ধরনের সহযোগিতা করতো। অনেক দেশের সঙ্গেই বাংলাদেশের বন্ধুত্ব রয়েছে উল্লেখ করে বিএনপি নেত্রী বলেন, দেশের স্বার্থ বিবেচনা করেই বন্ধুত্ব, কোনো দেশের প্রভুত্ব এ দেশের মানুষ মেনে নেবে না। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বেগম খালেদা জিয়া।তিনি বলেন, ‘আজকের স্বঘোষিত প্রধানমন্ত্রী বেড়িয়ে এসেছেন কিন্তু নিজের দেশের অধিকারের কথা বলতে পারে নাই। বরং আজকের তিনি নিজের দেশের সবকিছু অন্যের কাছে দিয়ে এসেছেন কিন্তু তার বিনিময়ে কিছুই আনতে পারে নাই। যদি তিনি সাহস করে শুধু একটা কথা বলতে পারতেন যে, তিস্তার পানির ন্যায্য হিস্যা দেন তাহলে আমি চুক্তি করতে রাজি আছি অন্যথায় আমি চুক্তি করবো না। এতোটুকু বললে আমরা সবাই তার পাশে থেকে তাকে সমর্থন এবং সাহস দিতাম কিন্তু সেই সাহসটি হয়নি তার।’