স্পোর্টস ডেস্ক: – একই দিনে জোড়া হ্যাটট্রিক দেখলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হ্যাটট্রিক করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর স্যামুয়েল বদ্রি। আর রাজকোটে রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে এ বারের আইপিএলের প্রথম পাঁচ উইকেট নেওয়ার পথে হ্যাটট্রিক করলেন গুজরাট লায়ন্সের অ্যান্ড্রু টাই। তবে বদ্রি নিজের ম্যাচে হার দেখলেন!
১২তম ম্যাচের সংক্ষিপ্ত স্কোর:
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু-১৪২/৫
মুম্বাই ইন্ডিয়ান্স-১৪৫/৬ (১৮.৫ ওভার)
বিরাট কোহালির দলের লেগস্পিনার বদ্রি চার ওভার বল করে ৯ রান দিয়ে পেলেন চার উইকেট। যার মধ্যে এক ওভার আবার মেডেন। তার চেয়েও বড় কথা ক্যারিবীয়ান এই লেগস্পিনারের হ্যাটট্রিক এল পাওয়ার প্লে চলাকালীন। বদ্রির হ্যাটট্রিকে শিকার হলেন পার্থিব প্যাটেল, মিচেল ম্যাকক্লেনাঘান এবং রোহিত শর্মা।
১৩তম ম্যাচের সংক্ষিপ্ত স্কোর:
রাইজিং পুনে সুপারজায়ান্ট-১৭১/৮
গুজরাট লায়ন্স-১৭২/৩ (১৮ ওভার)
আর রাজকোটের মাঠে গুজরাট লায়ন্সের অস্ট্রেলিয়ান মিডিয়াম পেসার অ্যান্ড্রু টাই চার ওভারে ১৭ রান দিয়ে পেলেন ৫ উইকেট। টাই অবশ্য তার হ্যাটট্রিকের ওভারটি করলেন শেষের দিকে। ১৯তম ওভারে তার শিকার অঙ্কিত শর্মা, মনোজ তিওয়ারি ও শার্দুল ঠাকুর। মজার তথ্য শুক্রবার দু’জনেরই চলতি বছরের আইপিএল-এ ছিল প্রথম ম্যাচ। এটা যদি দু’জনের একমাত্র মিল হয়ে থাকে, তা হলে অমিল ম্যাচের ফলে।
দুরন্ত হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারেননি স্যামুয়েল বদ্রি। হাড্ডাহাড্ডি ম্যাচে বদ্রির প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স সাত বল বাকি থাকতেই ম্যাচ জিতল চার উইকেটে। আইপিএলের ইতিহাসে প্রথম বার কোনো টিম ম্যাচ জিতলো দশ রানের কমে চার উইকেট খুইয়েও।
আর চাপের মুখে ৪৭ বলে ৭০ রানের ইনিংস খেলে মুম্বাইকে জিতিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেলেন আরেক ক্যারিবীয়ান কায়রন পোলার্ড। আর রাজকোটের ম্যাচে টাইয়ের গুজরাট লায়ন্স এ বারের টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিতল দু’ ওভার বাকি থাকতেই। সাত উইকেটে রাইজিং পুনে সুপারজায়ান্টকে হারাল তারা।
দুই হ্যাটট্রিকের দিনে নজরে থাকলেন দুই তারকাও। কিন্তু এক জন হেরে গেলেন। ব্যাঙ্গালুরুর ম্যাচে ম্যাচ ফিট হয়ে মাঠে নেমেই আইপিএল-এ ব্যাট হাতে বিরাট কোহালি করলেন ৪৭ বলে ৬২। তৃতীয় ওভারে বিপক্ষের টিম সাউদিকে এক ওভারে দু’টি চার এবং একটি ছক্কা মারেন তিনি। তবু তার দল হেরে গেল। বিরাট রান পেয়েও জিতলেন না। চাপা পড়লো বদ্রির হ্যাটট্রিক
আর রাজকোটে এ দিনও রান পেলেন না মাহেন্দ্র সিংহ ধোনি। চলতি আইপিএলে তাকে অধিনয়াকত্ব থেকে সরিয়ে দিয়েছে পুনে ফ্র্যাঞ্চাইজি। ব্যাটেও রান নেই। এ দিন করলেন মাত্র ৫ রান।