দুর্বৃত্তদের গুলিতে আহত রাজধানীর ভাষানটেকের শ্যামলপল্লীর ব্যবসায়ী, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
নিজস্ব প্রতিনিধি:-
দুর্বৃত্তদের গুলিতে আহত রাজধানীর ভাষানটেকের শ্যামলপল্লীর ব্যবসায়ী মো. মুছা ওরফে চিকনা জামাল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুছা মারা যান।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মুছা শ্যামলপল্লীর শিল্পীরটেক এলাকার আবদুল খালেকের ছেলে। তিনি মাটি ভরাটের ঠিকাদারি করতেন। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভাসানটেকে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে।মুছার স্ত্রী রুনা আক্তার জানান, তাঁর স্বামী আগে ওই এলাকার সন্ত্রাসী রনি, ভুষি বাবু, ইস্টার্ন সোহেল, কাশেমসহ আরো অনেকের সঙ্গে চলাফেরা করতেন। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। কিন্তু মুছা এখন আর তাঁদের সঙ্গে চলেন না।রুনা আক্তারের দাবি, আট থেকে ১০ দিন আগে মুছার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন সন্ত্রাসীরা। টাকা না দেওয়ায় তাঁকে চার-পাঁচজন গুলি করে। তাঁর পেট ও পিঠে গুলিবিদ্ধ হয়।ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ জানান, মুছা একজন সন্ত্রাসী। ভাসানটেক থানায় তাঁর নামে চাঁদাবাজিসহ ১০-১২টি মামলা রয়েছে।