নিজস্ব প্রতিনিধি: - প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত সঙ্গীতজ্ঞ লাকী আখন্দের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ শুক্রবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী সঙ্গীতাঙ্গন ও মুক্তিযুদ্ধে লাকী আখন্দের অবদানের কথা স্মরণ করেন।
শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আরমানিটোলার নিজ বাসায় লাকী আখন্দ গুরুতর অসুস্থ হলে তাকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।